X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঢিলে নিরাপত্তায় ইবিতে বাড়ছে চুরি

ইবি প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ২২:৪৯আপডেট : ০২ মার্চ ২০২১, ২২:৪৯

করোনা মহামারির আতঙ্কে দীর্ঘদিন বন্ধ রয়েছে ক্যাম্পাস। ফলে আবাসিক হলগুলোও শিক্ষার্থী শূন্য। আর এ সুযোগেই নিয়মিত বিরতিতে চুরির ঘটনা ঘটছে  ইসলামী বিশ্ববিদ্যালয়ে। নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে হলের তালা ভেঙে হচ্ছে চুরি। কর্তৃপক্ষের অবহেলায় একের পর এক চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি সাদ্দাম হোসেন হল, শেখ রাসেল হল, জিয়াউর রহমান হল এবং রবীন্দ্র-নজরুল কলা ভবনে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সাদ্দাম হেসেন হলের আবাসিক শিক্ষার্থী নাহিদ নূর হল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বই নিতে হলে প্রবেশ করে দেখেন তার রুমের (২১৭ নম্বর কক্ষ) তালা ভাঙা। ভেতরে আলমারি ও ট্রাংকের তালাও ভাঙা। বই, জামাকাপড়, দুইটি রাইস কুকার ও প্রয়োজনী জিনিসপত্র চুরি হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে ওই শিক্ষার্থী হলের প্রভোস্ট বরাবর অভিযোগ করেন। পরে হলের কর্মকর্তা-কর্মচারীরা দেখেন উত্তর ব্লকের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার গোসলখানার শাওয়ার, বালতি ও মগসহ প্রয়োজনীয় জিনিসপত্রও চুরি হয়েছে। শহীদ জিয়াউর রহমান হলের দক্ষিণ ব্লকের ১২০ নম্বর কক্ষে চুরির ঘটনা ঘটেছে।

ওই কক্ষের আবাসিক শিক্ষার্থী আবু বকর সিদ্দিক জানান, কক্ষের মূল দরজা সিলগালা করা থাকলেও বেলকনিতে লোহার পাতের গ্রিল কেটে চোর ভেতরে ঢোকে। এরপর লকারের তালা ভেঙে ফ্যান, ব্যাগ, পোশাক ও থালা-বাসনসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি রাতে চুরি করতে এসে শাহরিয়ার নাফিস হিমেল (১৪) নামে এক কিশোর আটক হয়। আটকের পর বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও আনসার সদস্যদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বেড়িয়ে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য। বিভিন্ন সময়ে চুরির বিষয়ে ও তার সহযোগীদের সম্পর্কে নানা তথ্য দিলেও সে বিষয়ে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি লক্ষণীয় নয়।

এদিকে, এসব চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয় আবাসিক শিক্ষার্থীরা নিরাপত্তা শঙ্কায় ভুগছে। কর্তৃপক্ষের অবহেলা এবং নিরাপত্তা অব্যবস্থাপনা একের পর এক চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ সচেতন শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা বলেন, প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হলে প্রবেশ করতে গেলে হলের আইডি কার্ড, আবেদনপত্র জমা দিয়ে প্রবেশ করতে হচ্ছে। আর হলের ভেতর থেকে নিয়মিত চুরির ঘটনা ঘটছে।

এ বিষয়ে সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আতিকুর রহমান প্রতিবেদককে বলেন, 'চুরির ঘটনা তদন্ত করছি। নিরাপত্তাকর্মীরা থাকা সত্ত্বেও কীভাবে চুরি হয়, কার গাফিলতির করণে চুরি হয়েছে তাকে বের করে শোকজ করা হবে।'

কিন্তু নিরাপত্তা রক্ষীরা জানান, পুরো হলই অরক্ষিত প্রায়। এছাড়া সংস্কারের অভাবে হলের অনেক গ্রিল, জানালা-দরজা ভঙ্গুর অবস্থায় রয়েছে। এ সময় পুরো হলে মাত্র একজন নিরাপত্তা রক্ষী দায়িত্ব পালন করেন। সুতরাং হলের চতুর্দিকে চাইলেও সর্বদা নিরাপত্তা বজায় রাখা কঠিন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, 'হল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। তারা লিখিত অভিযোগ দিলে থানায় মামলা করবো। নিরাপত্তা সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজনে শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।'

এর আগের চুরির বিষয়ে তিনি বলেন, 'আমরা শৈলকুপা অঞ্চলের তিনজনের নাম পেয়েছি। শৈলকুপা থানায় ওই নাম পাঠিয়েছি। তারা ব্যবস্থা গ্রহণ করবে।'

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, 'আসলে আমরা একটি কঠিন সময় পার করছি। তবুও এ ধরনের ঘটনা অনভিপ্রেত। আমি প্রক্টর ও নিরাপত্তা সংশ্লিষ্টদের জানিয়েছি নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার জন্য।।'

উল্লেখ্য, এর আগে ক্যাম্পাসের বাইরে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কয়েক দফা প্রশ্ন উঠেছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!