X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা: স্বামী কারাগারে

নোয়াখালী প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ২২:৩৮আপডেট : ০২ মার্চ ২০২১, ২২:৩৮

নোয়াখালীর সুবর্ণচরের চরক্লার্ক ইউনিয়নের চরউরিয়া গ্রামে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে মারধর ও পেটে লাথি মেরে হত্যার ঘটনায় স্বামী মো. রাসেলকে (২৮) কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) তাকে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার (১ মার্চ) সকাল ১০টার দিকে নির্যাতনের শিকার ওই গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান। গৃহবধূ রুনা বেগমের (২১) মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই দিন বিকালে তার স্বামীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেন। 

আটককৃত স্বামী মো. রাসেল চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরউরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। নিহত গৃহবধূ রুনা বেগম  চরক্লার্ক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. জামাল উদ্দিনের মেয়ে।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরউরিয়া গ্রামে নিহত গৃহবধূর স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের চাচা সিরাজ ব্যাপারী অভিযোগ করেন, ‘একই ইউনিয়নের রাসেলের সঙ্গে দুই বছর আগে তার ভাতিজিকে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। ওই সময় যৌতুক হিসেবে স্বামীকে ১ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়। পরে বিভিন্ন সময় ব্যবসা করার অজুহাতে টাকার কথা বলে রাসেল তার স্ত্রীকে চাপ প্রয়োগ এবং শারীরিকভাবে নির্যাতন করতো। এসব বিষয় নিয়ে সামাজিকভাবে একাধিকবার বৈঠক হয়। গত ২৭ ফেব্রুয়ারি যৌতুকের টাকার জন্য ফের সে স্ত্রীকে মারধর করলে রুনার মৃত্যু হয়।’

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল বলেন, ‘নিহত গৃহবধূর বাবা জামাল উদ্দিন অভিযুক্ত স্বামীসহ ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আটককৃত আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…