X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যের টিকা সংক্রান্ত তথ্য অন্যদেরও কাজে লাগবে: অ্যাস্ট্রাজেনেকা

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০২১, ২২:৩৬আপডেট : ০২ মার্চ ২০২১, ২২:৩৬

যুক্তরাজ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচি সংক্রান্ত তথ্য অন্য দেশগুলোর জন্য সহায়ক হবে। বয়স্কদের জন্য এটি কতটা কার্যকর সে বিষয়ে ব্রিটিশ সরকারের তথ্য অন্য দেশগুলোর কাজে লাগবে। মঙ্গলবার এমন মন্তব্য করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন গবেষণা গ্রুপের প্রধান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক দফতর থেকে ফাইজার ভ্যাকসিন সব প্রাপ্তবয়স্ক মানুষের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তবে জোটের প্রতিটি সদস্য দেশের স্বতন্ত্র টিকাদান নীতি নির্ধারণের সুযোগ রয়েছে। এমন বাস্তবতায় ইউরোপের বিভিন্ন দেশে ৬৫ বছরের অধিক বয়সীদের ভ্যাকসিনটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত ৬৫ বছরের অধিক বয়সীদের ক্ষেত্রে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালের ডেটা খুব সীমিত হওয়ায় এমন পরামর্শ দেয় অনেক দেশ।

অন্য ভ্যাকসিনগুলোর স্বল্পতার মুখে সম্প্রতি ৬৫ বছরের অধিক বয়সীদেরও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয় ফ্রান্স।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর নেপথ্যে মারাত্মক নেতিবাচক ভূমিকা পালন করে কিছু পুরোনা রোগ। চিকিৎসা পরিভাষায় একে কো-মর্বিডিটি বলা হয়। কারও কো-মর্বিডিটি থাকলে করোনার সাধারণ অবস্থাও তার জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৬৫ থেকে ৭৪ বছরের কো-মর্বিডিটি থাকা ব্যক্তিরাও অস্ট্রাজেনেকার টিকা নিতে পারবেন।

২০২১ সালের জানুয়ারিতে স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের দিয়ে টিকাদান কর্মসূচি শুরু করে যুক্তরাজ্য। দেশটির অভিজ্ঞতা বলছে, দেশটিতে অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজই হাসপাতালে ভর্তি থাকা ৮০ বছরের বেশি রোগীদের জন্য ৮০ শতাংশেরও বেশি কার্যকর।

এদিকে করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে চতুর্থ দফায় সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির শীর্ষ জনস্বাস্থ্য কর্মকর্তা। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান ড. রোচেলে ওয়ালেনস্কি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান তাকে উদ্বিগ্ন করে তুলেছে। নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় দেশটির টিকাদান কর্মসূচির অগ্রগতিও হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

সিডিসি প্রধান ড. রোচেলে ওয়ালেনস্কি জানান, গত এক সপ্তাহে প্রতিদিন প্রায় ৭০ হাজার করে নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এই সংখ্যা খুব বেশি বলে জানান তিনি। একই সময়ে প্রতিদিন প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

ড. রোচেলে ওয়ালেনস্কি বলেন, ‘দয়া করে আমার কথা স্পষ্টভাবে শুনুন: নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার সঙ্গে এই মাত্রার আক্রান্ত হতে থাকলে, কষ্ট করে যে সাফল্য অর্জন করা গেছে তা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবো।’

তিনি বলেন, মানুষকে করোনা থেকে সুরক্ষার জন্য যেসব পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল তা থেকে যুক্তরাষ্ট্রের রাজ্যগুলো সরে আসার প্রতিবেদন দেখে আমি সত্যিই উদ্বিগ্ন। তার ভাষায়, ‘সম্ভাব্য চতুর্থ সংক্রমণের ঢেউ বন্ধ করার সামর্থ্য আমাদের রয়েছে। অনুগ্রহ করে নিজেদের বিশ্বাসে অটল থাকুন।’

/এমপি/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা