X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মেয়েদের খেলা কবে, কোথায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২১, ১৯:০৯আপডেট : ০২ মার্চ ২০২১, ১৯:০৯

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে প্রথমবার হতে যাচ্ছে মেয়েদের ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন দলের লড়াই শুরু হবে ৬ মার্চ। বাংলাদেশ লাল, বাংলাদেশ সবুজ ও বাংলাদেশ নীল- এই তিনটি নামে ৪৫ জন ক্রিকেটার অংশ নেবেন এবারের প্রতিযোগিতায়। আজ (মঙ্গলবার) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নারী ক্রিকেট ইভেন্টের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনা পরবর্তী সময়ে সালমা-জাহানারারা প্রস্তুতির অংশ হিসেবে সিলেটে অনুশীলন ক্যাম্পে করেছেন। সিলেট থেকে ফিরে এক সপ্তাহের মতো মিরপুরে ক্যাম্প করেছিল তারা। মঙ্গলবার আবার সিলেট চলে গেছেন ক্যাম্পে থাকা ৩২ ক্রিকেটার।

এদিকে সিলেটে ক্যাম্প শেষ করা অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটার সুযোগ পাবেন সালমা-রুমানাদের সঙ্গে খেলার। বিসিবির নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন, ‘ঢাকা থেকে ৩২ ক্রিকেটার মঙ্গলবার সিলেট গেছেন। আর অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প থেকে যারা নির্বাচিত হয়েছেন, তারা সিলেটেই থেকে গেছেন। বাকিরা ঢাকায় ফিরে আসছে।’

জাতীয়, ইমার্জিং ও অনূর্ধ্ব-১৯ দলের সমন্বয়ে গড়া হয়েছে লাল, নীল ও সবুজ নামের তিনটি দল। লাল দলে পাঁচজন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তারা হচ্ছেন- আফিয়া হুমায়ারা আনাম প্রত্যাশা,  সাবিকা নাহার চৈতি, লাকি চাকমা, রাবেয়া খাতুন ও মর্জিনা আক্তার মিম।

প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সালমা-জাহানারাদের সামনে ওয়ানডে বিশ্বকাপ বাছাই থাকায় প্রস্তুতির সুবিধার্থে ৫০ ওভারেই হবে ম্যাচগুলো। ১২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ফাইনাল।

বাংলাদেশ গেমস দিয়ে একবছরের বিরতি কাটিয়ে ক্রিকেটে ফিরছে মেয়েরা। ২০২০ সালের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা হয়নি তাদের।

নবম বাংলাদেশ গেমসের অফিসিয়াল সময়কাল ১ থেকে ১০ এপ্রিল থাকলেও মেয়েদের ক্রিকেট ইভেন্ট কিছুটা আগেই শুরু হচ্ছে। এপ্রিলে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দল বাংলাদেশ সফরে আসবে। খেলবে পাঁচটি ওয়ানডে। এই কারণে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন নিয়ে ৬ মার্চ থেকে ক্রিকেট ইভেন্ট শুরু করছে বিসিবি।

গেমসে মেয়েদের ক্রিকেটের সূচি:

৬ মার্চ: লাল দল-নীল দল, সিলেট স্টেডিয়াম

৮ মার্চ: সবুজ দল-নীল দল, সিলেট স্টেডিয়াম

১০ মার্চ: লাল দল-সবুজ দল, সিলেট স্টেডিয়াম

১২ মার্চ: ফাইনাল, সিলেট স্টেডিয়াম

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক