X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

৬৫ বছরের অধিক বয়সীদের জন্য অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের অনুমোদন ফ্রান্সের

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০২১, ১৭:০৭আপডেট : ০২ মার্চ ২০২১, ১৭:০৭

৬৫ বছরের অধিক বয়সীদের জন্য অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ফ্রান্স। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর নেপথ্যে মারাত্মক নেতিবাচক ভূমিকা পালন করে কিছু পুরোনা রোগ। চিকিৎসা পরিভাষায় একে কো-মর্বিডিটি বলা হয়। কারও কো-মর্বিডিটি থাকলে করোনার সাধারণ অবস্থাও তার জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৬৫ থেকে ৭৪ বছরের কো-মর্বিডিটি থাকা ব্যক্তিরাও অস্ট্রাজেনেকার টিকা নিতে পারবেন।

এর আগে বয়স্ক ব্যক্তিদের বিষয়ে পর্যাপ্ত তথ্য উপাত্ত না থাকায় গত মাসে শুধু ৬৫ বছরের কম বয়সীদের জন্য এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয় ফরাসি কর্তৃপক্ষ। তবে পরবর্তীতে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বয়স্কদের জন্যও এই টিকা বেশ কার্যকর।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি যুক্তরাজ্যজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তবে জার্মানিসহ বেশ কয়েকটি ইউরোপীয় ইউনিয়ন দেশে ভ্যাকসিনটি এখনও ৬৫ বছরের কম বয়সীদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক দফতর থেকে এই ভ্যাকসিন সব প্রাপ্তবয়স্ক মানুষের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তবে জোটের প্রতিটি সদস্য দেশের স্বতন্ত্র টিকাদান নীতি নির্ধারণের সুযোগ রয়েছে।

সোমবার কানাডার টিকাদান কমিশন ৬৫ বছরের বেশি বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। অটোয়া বলছে, ৬৫ বছরের অধিক বয়সীদের ক্ষেত্রে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালের ডেটা খুব সীমিত।

এদিকে করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে চতুর্থ দফায় সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির শীর্ষ জনস্বাস্থ্য কর্মকর্তা। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান ড. রোচেলে ওয়ালেনস্কি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান তাকে উদ্বিগ্ন করে তুলেছে। নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় দেশটির টিকাদান কর্মসূচির অগ্রগতিও হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

সিডিসি প্রধান ড. রোচেলে ওয়ালেনস্কি জানান, গত এক সপ্তাহে প্রতিদিন প্রায় ৭০ হাজার করে নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এই সংখ্যা খুব বেশি বলে জানান তিনি। একই সময়ে প্রতিদিন প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

ড. রোচেলে ওয়ালেনস্কি বলেন, ‘দয়া করে আমার কথা স্পষ্টভাবে শুনুন: নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার সঙ্গে এই মাত্রার আক্রান্ত হতে থাকলে, কষ্ট করে যে সাফল্য অর্জন করা গেছে তা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবো।’

তিনি বলেন, মানুষকে করোনা থেকে সুরক্ষার জন্য যেসব পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল তা থেকে যুক্তরাষ্ট্রের রাজ্যগুলো সরে আসার প্রতিবেদন দেখে আমি সত্যিই উদ্বিগ্ন। তার ভাষায়, ‘সম্ভাব্য চতুর্থ সংক্রমণের ঢেউ বন্ধ করার সামর্থ্য আমাদের রয়েছে। অনুগ্রহ করে নিজেদের বিশ্বাসে অটল থাকুন।’ সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
সর্বশেষ খবর
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া