X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাম্প নষ্ট হয়ে হাসপাতালের মহিলা ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ

হিলি প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ২৩:২৭আপডেট : ০১ মার্চ ২০২১, ২৩:২৭

দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ায় গত ৩ দিন ধরে মহিলা ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে পানি না থাকাই হাসপাতালে চিকিৎসাধীন মহিলা রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।

গত শনিবার থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে, সোমবার (১ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে পাম্প ঠিক করায় পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সোমবার দুপুরে সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালে থাকা মহিলা রোগীরা নিচের টিউবয়েল থেকে পানি নিয়ে যাচ্ছেন।

হাসপাতালের মহিলা বিভাগে চিকিৎসা নেওয়া মল্লিকা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একেতো অসুখের কারণে হাসপাতালে এসেছি চিকিৎসা নিতে, তার ওপর এখানে এসে আরও অসুস্থ হয়ে যাচ্ছি। ভেতরে পানি না থাকায় এই অসুস্থ শরীর নিয়ে দোতালা থেকে নিচে নেমে পানি নিয়ে যেতে হচ্ছে। এতো কষ্ট আর সহ্য করতে পারছি না। হাসপাতালে থাকবো না, বাড়ি চলে যাবো।’

আকলিমা বেগম বাংলা ট্রিবিউনকে জানান, গত শনিবার সকাল থেকে আমাদের ওয়ার্ডে পানি নেই। এতে করে পানি ছাড়া এই কয়দিন খুব কষ্ট করছি। আমরা অসুস্থ মানুষ, এই অবস্থায় বাথরুম সারার ও খাবারের পানি নেওয়ার জন্য বারবার নিচে নামতে হচ্ছে। এমনকি অন্য ওয়ার্ডের বাথরুমে গিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে। এতে করে আমাদের খুব সমস্যা হচ্ছে, কিন্তু এতো করে বলেও কেউ কোনও ব্যবস্থা নিচ্ছে না। অচিরেই পানি সরবরাহের দাবি জানাচ্ছি। 

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.গাদ্দাফি শিকদার জানান, হাসপাতালের একটিমাত্র পাম্প রয়েছে যেটি দিয়ে হাসপাতালসহ ভেতরের কোয়ার্টারগুলোতে পানি সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু সেটি নষ্ট হয়ে যাওয়ায় পানি সরবরাহে সমস্যা হয়েছে। তবে বেলা ৩টার পরে সেই পাম্পটি মেরামত করা হয়েছে। এতে করে পানি নিয়ে যে সমস্যা ছিল আপাতত সেটি সমাধান হয়ে গেছে।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়