X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

১২ বছর কর্মস্থলে অনুপস্থিত থাকার পর যোগদানের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ২২:৪৫আপডেট : ০১ মার্চ ২০২১, ২২:৪৫

বিদেশে পিএইচডি করতে গিয়ে এক প্রভাষক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ১১ বছর ১১ মাস ১৫দিন। এর মধ্যে প্রেষণ ছিল তিন বছর। এরপর বিনা অনুমতিতেই ৮ বছর ১১ মাস ১৫দিন অনুপস্থিত ছিলেন পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক নাসিমা আক্তার। গত ৬ জানুয়ারি পদে যোগদান করতে আবেদন জানিয়েছেন তিনি।

এই ঘটনায় রবিবার (২৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কারণ দর্শানো নোটিশ জারি করেছে। কেন তাকে চাকরি থেকে অবসান দেওয়া হবে না—তা ১০ কর্ম-দিবসের মধ্যে জানাতে হবে।

মন্ত্রণালয়ের শোকজ নোটিশে বলা হয়, পদার্থবিদ্যার প্রভাষক নাছিমা আক্তার তিন বছরের পিএইচডি কোর্স সম্পন্ন করতে ২০০৯ সালের ২১ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে যোগদান করে মালয়েশিয়া যান। সেই অনুযায়ী প্রেষণ শেষ হয় ২০১২ সালের ২০ জানুয়ারি। চলতি বছর ৫ জানুয়ারি পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত থেকে ৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে যোগদানের আবেদন করেন তিনি।

অনুমোদিত তিন বছর প্রেষণ ভোগের পর ২০১২ সালের ২১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৫ জানুয়ারি পর্যন্ত ৮ বছর ১১ মাস ১৫ দিন অনুপস্থিত তিনি। প্রেষণসহ মোট অনুপস্থিতি ১১ বছর ১১ মাস ১৫ দিন।

বিএসআর (পার্ট-১) এবং উচ্চশিক্ষা সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৫ সালের ৬ ডিসেম্বরের প্রজ্ঞাপনের ১১(জ) অনুচ্ছেদ অনুযায়ী কোনও সরকারি কর্মচারী শিক্ষার জন্য একনাগাড়ে ৫ বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকলে অথবা ছুটি ছাড়া নিজ পদ থেকে অনুপস্থিত থাকলে তার ক্ষেত্রে বিএসআর  ৩৪-এর বিধান প্রযোজ্য। 

কারণ দর্শানো নোটিশ বলা হয়েছে, বিধান অনুযায়ী প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে একটানা দীর্ঘ ৫ বছরের অধিককাল চাকরি থেকে অনুপস্থিত রয়েছেন, যা সরকারি চাকরি শৃঙ্খলা ও আচরণ বিধি পরিপন্থী। প্রেষণসহ মোট ১১ বছর ১১ মাস ১৫ দিন অনুপস্থিত থাকার কারণে সরকারি চাকরি থেকে অবসান হিসাবে আদেশ জারি করা হবে না তার জবাব আদেশ পাওয়ার ১০ কর্ম-দিবসের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হলো।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি