X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দায়িত্ব পালনকালে জীবন দেওয়া পুলিশ সদস্যরা যেন অনুকরণীয় হয়ে থাকেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ১৯:৩০আপডেট : ০১ মার্চ ২০২১, ২০:১৯

দেশব্যাপী সব পুলিশ ইউনিটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘পুলিশ মেমোরিয়াল ডে’। কেন্দ্রীয়ভাবে রাজধানী ঢাকার মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) এ দিবসটি পালন করা হয়। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্বীকৃতি ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে সম্মাননা দেওয়া হয়েছে।

আজ সোমবার (১ মার্চ) সকালে পুলিশ স্টাফ কলেজ চত্বরে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দিবসের সূচনা করেন। এ সময় শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বেনজীর আহমেদ। এ সময় পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করে। এছাড়া শ্রদ্ধা জানান নিহত পরিবারের সদস্যরা। ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত

পরে আলোচনা অনুষ্ঠানের শুরুতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

জননিরাপত্তায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্বীকৃতি ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে। ২০২০ সালে কর্তব্য পালন করতে গিয়ে বাংলাদেশ পুলিশের ২০৮ জন পুলিশ নিহত হন। এছাড়া করোনার সময়ে মারা যাওয়া ছয় পুলিশ সদস্যের পরিবারের হাতে সম্মাননা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক অনুদানসহ ক্রেস্ট ও সার্টিফিকেট।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রতি বছরই কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের সম্মাননা জানানো হয়। এই সম্মাননা দেওয়ার মূল উদ্দেশ্য তাদের আত্মদানের স্বীকৃতি দেওয়া। কাজ করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন, তারা যেন অনুকরণীয় হয়ে থাকেন।’ নিহত পুলিশ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি। IMG_20210301_112656

মন্ত্রী আরও বলেন, ‘করোনার সময় পরিবারের সদস্যরা দূরে চলে গেলেও মারা যাওয়া ব্যক্তির দাফনের কাজে পুলিশ সদস্যরা এগিয়ে গেছে। এ কাজ করতে গিয়ে অনেকে আত্মদান করেছেন।’

তিনি বলেন, ‘উন্নয়নশীল দেশের দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। সবকিছু সম্ভব হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সব সময় তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে।’

বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সচিব মোস্তাফা কামাল বলেন, ‘দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ সদস্যদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা কাম্য নয়। পুলিশ ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে তারা।’

সভাপতির বক্তব্যে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘করোনায় সেবা দিতে গিয়ে ৮৫ পুলিশ সদস্য মারা গেছেন। ২১ হাজার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। জঙ্গি-সন্ত্রাস-মাদকমুক্ত দেশ প্রতিষ্ঠা করতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। কাজের দৃঢ়তা-দক্ষতার স্বাক্ষর রেখে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে পুলিশ।’ ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত

জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। আগামী বছর ‘ব্লু রিবন ডে’ পালন করা করা হবে বলেও জানান আইজিপি বেনজীর আহমেদ।

উল্লেখ্য, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ২০১৭ সাল থেকে ১ মার্চ প্রতি বছর পালন করা হচ্ছে ‘পুলিশ মেমোরিয়াল ডে’।

/আরটি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে