X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু!

কলকাতা প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ১৯:০০আপডেট : ০১ মার্চ ২০২১, ২২:২৮

একুশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে কঠিন চ্যালেঞ্জের মুখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ‘শেষ পর্যন্ত বাংলার মেয়ে’ মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হতে চলেছেন নন্দীগ্রামের যুবরাজ, কাঁথির শান্তিকুঞ্জের অধিকারী, পরিবারের মেজো ছেলে বুবাই ওরফে শুভেন্দু অধিকারী। এমনটাই বিজেপি সূত্রের খবর।

বিজেপি সূত্রের খবর, প্রাথমিকভাবে বঙ্গ বিজেপির তরফে ১৩০টি আসনের প্রার্থী তালিকার খসড়া ইতোমধ্যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। একটি আসনের জন্য ২ বা ৩ জনের নাম পাঠানো হয়েছে। এর থেকে কেন্দ্রীয় নেতৃত্ব সম্ভাব্য প্রার্থী ঠিক করে দেবেন। এই তালিকায় রয়েছে শুভেন্দু অধিকারীর নামও। তার নন্দীগ্রামে প্রার্থী হওয়া প্রায় পাকা। আগামী ৪ মার্চ দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক রয়েছে। ওই বৈঠকেই শুভেন্দু অধিকারীর নাম নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপির প্রথম দফার প্রার্থী যে তালিকা ঘোষণা হবে, তাতে শুভেন্দুবাবুর নাম থাকছে এমনটাই সূত্রের খবর।

যদি শুভেন্দু অধিকারী যে বিজেপির প্রার্থী হতে চান নন্দীগ্রামে তা তিনি প্রকাশ্যে কখনোই বলেননি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নন্দীগ্রামে ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূল নেতারা বারবারই তাকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, ‘ক্ষমতা থাকলে শুভেন্দু যেন নন্দীগ্রাম থেকে প্রার্থী হন।’ সেই চ্যালেঞ্জকে স্বীকার করে নিয়ে তার প্রার্থী হওয়ার বিষয়টি দলের ওপর ছেড়ে দিয়ে আত্মবিশ্বাসের সুরে বিভিন্ন জনসভায় শুভেন্দু অধিকারী বলেছেন, ‘নন্দীগ্রামে যে-ই বিজেপির প্রার্থী হন না কেন, তিনি দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পঞ্চাশ হাজার ভোটে হারাবেন।’

কিন্তু সম্প্রতি শুভেন্দুবাবু উত্তর কলকাতায় একটি জনসভায় ফের তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ করে দাবি করেছেন, ‘আমি ওকে হারাবো।’ এরপর থেকেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে উঠেছে।

২০১৬-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হয়ে শুভেন্দু অধিকারী পেয়েছিলেন ১ লাখ ৩৪ হাজার ৬২৩ ভোট। জিতেছিলেন ৮১ হাজার ২৩০ ভোটে। তৃণমূল ভোট পেয়েছিল ৬৭.০২ শতাংশ। আর বিজেপির বিজয় কুমার দাস পেয়েছিল মাত্র ১০ হাজার ৭১৩ (৫.৪০ শতাংশ) ভোট। ২০১৯-এর তমলুক লোকসভার অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভায় তৃণমূল প্রার্থী হিসাবে শুভেন্দুবাবুর ভাই দিবেন্দু অধিকারী পেয়েছিলেন ১ লাখ ৩০ হাজার ৬৫৯ (৬৩.১৪ শতাংশ) ভোট। অপর দিকে বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর ভোট অনেকটাই বাড়িয়ে পান ৬২ হাজার ২৬৮ (৩০.৯ শতাংশ) ভোট।

লোকসভার ফল অনুসারে তৃণমূল নন্দীগ্রামে এগিয়ে ৬৮ হাজার ৩৯১ ভোটে। অপরদিকে, বামদের ভোট এখানে ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। ২০১৬ সালে বিধানসভায় সিপিআই প্রার্থী ভোট পান ৫৩ হাজার ৩৯৩ আর ২০১৯-এর লোকসভায় তা আরও কমে গিয়ে দাঁড়ায় মাত্র ৯৩৫ ভোট।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
সর্বশেষ খবর
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা