X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নর্দান মেডিক্যাল কলেজ: শিক্ষার্থীদের ওপর মালিকপক্ষের হামলার অভিযোগ

রংপুর প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ১৭:৩৬আপডেট : ০১ মার্চ ২০২১, ১৭:৩৭

রংপুরে নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কলেজ কর্তৃপক্ষের প্রতারণার প্রতিবাদে ও মাইগ্রেশনের দাবিতে শিক্ষার্থীরা সোমবার (১মার্চ) সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। এসময় মালিকপক্ষের ক্যাডাররা আন্দোলনরত শিক্ষার্থী সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক শিহাব আহাম্মেদকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা। অন্যদিকে প্রচণ্ড রোদে চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এরা হলেন সুমাইয়া মুশতারি, তানিয়া, প্রভা দাস ও বিজয় কুমার সাহা।

অন্যদিকে সড়ক অবরোধ করার কারণে রংপুরের সঙ্গে গঙ্গাচড়ার সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

নেপাল থেকে আসা ৪০ শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ নর্দান মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের শেখার জন্য কোনও হাসপাতালে নেই, শিক্ষক নেই, বিএমডিসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনও অনুমোদন নেই। এরপরেও প্রায় তিনশ’ শিক্ষার্থী এখানে ভর্তি হয়ে লেখাপড়া করছেন। কর্তৃপক্ষ বার বার আশ্বাস দেওয়ার পরেও কোনও অনুমোদন আনতে পারেনি। ধার করা শিক্ষক দিয়ে ক্লাস করিয়ে প্রতারণার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংস করা হয়।

গরমে অসুস্থ হয়ে পড়া ছাত্রী শিক্ষার্থী তানিয়া আখতার অভিযোগ করেন, আন্দোলন চলাকালে সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক শিহাব আহাম্মেদকে মালিকপক্ষের সন্ত্রাসীরা ডেকে নিয়ে মারধর করে। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জানান, আমরা মাইগ্রেশন চাই, একইসঙ্গে কলেজে জমা থাকা আমাদের কাগজপত্র ফেরত চাই। তা না হলে আন্দোলন চলবে।

এদিকে কলেজের সামনে রংপুর গঙ্গাচড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে মেট্রোপলিশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহবান জানালেও তারা সাড়া দেয়নি।

রংপুর মেট্রোপলিটান পুলিশের সহকারী কমিশনার আলতাফ হোসেন বলেন, এক শিক্ষার্থীকে মালিকপক্ষের লোকজন মারধর করেছে বলে শুনেছি। আহত অবস্থায় শিক্ষার্থীকে দেখেছি। এ ঘটনায় আমরা ফৌজদারি মামলা নেবো এবং দায়ীদের গ্রেফতার করা হবে।

তবে সার্বিক বিষয় জানতে নর্দান মেডিক্যাল কলেজের অধ্যাক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা