X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে শেষ ঘেরাও কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ১৪:১১আপডেট : ০১ মার্চ ২০২১, ১৪:১১

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে শেষ হয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি। সোমবার (১ মার্চ) সকালে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফতার আট নেতাকর্মীর মুক্তির দাবিতে ঘেরাও কর্মসূচি সফলে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সচিবালয়ের তিন নম্বর গেটের সামনে এসে নেতাকর্মীরা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ করেন।

এর আগে, বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিয়ে বিক্ষোভ মিছিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রা শুরু করে। পরে মৎস্য ভবন ও সচিবালয়ের তিন নম্বর গেটের সামনে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে।

পরে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, যে রাষ্ট্র মতপ্রকাশের স্বাধীনতাকে ভয় পায়, আমরা সেই সরকারকে ধিক্কার জানাই। আমরা মত প্রকাশের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাবো।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে শেষ ঘেরাও কর্মসূচি ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, সরকার মানুষের ভোটাধিকারসহ সব অধিকার কেড়ে নিয়েছে। মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। এর শিকার আমাদের লেখক মুস্তাক। এর প্রতিবাদ করতে গিয়ে আমাদের নেতাকর্মীরা কারাগারে। যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন মানুষ রাস্তায় নামে। আমাদের পিঠও দেয়ালে ঠেকে গেছে। আমরা রাস্তায় নেমে কারাগার ভেঙে বন্দিদের মুক্ত করবো।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির বলেন, সরকার ২০১৮ সালে পুলিশ ও অন্যদের সহযোগিতায় ভোট ছাড়া ক্ষমতায় এসেছে। আমাদের শান্তিপূর্ণ মশাল মিছিলে পুলিশ হামলা করে আমাদের অনেক নেতাকর্মীদের আহত করেছে৷ অথচ পলিশ বলছে, তাদেরকে নাকি আহত করা হয়েছে, এজন্য আমাদের নেতাকর্মীদের আহত করা হয়েছে। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন নয়, আওয়ামী লীগের সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে। লেখক মুস্তাককে রাষ্ট্র কেন হত্যা করলো, তার জবাব দিতে হবে।

এসময় তিনি আটক নেতাকর্মীদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে শেষ ঘেরাও কর্মসূচি সভায় অন্যান্য নেতারা বলেন, সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। পুলিশ বিনা উস্কানিতে মিছিলে বাধা দিয়েছে। সাত জন নেতাকর্মীকে গ্রেফতার করে জেলখানায় নিক্ষেপ করা হয়েছে। এই বিক্ষোভ ও কর্মসূচি শান্তিপূর্ণ থাকবে না।

তারা আরও বলেন, রাতে সড়কবাতি বন্ধ করে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয়েছে। সাত জন নেতাকর্মীকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে শেষ ঘেরাও কর্মসূচি তারা বলেন, আমরা বাক স্বাধীনতার কথা বলি। আজ যারাই মত প্রকাশ ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাদেরকে গ্রেফতার করে বন্দি করা হয়। মামলা দিয়ে ক্ষমতায় বেশিদিন টিকে থাকা যাবে না।

এ সময় রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ বলেন, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে এসেছিল। এজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে কোনও ব্যারিকেড ছিল না। তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করেছে।

 

/এসএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা