X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের তিন পৌরসভায় আ.লীগের প্রার্থীরা জয়ী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ মার্চ ২০২১, ০০:৩৫আপডেট : ০১ মার্চ ২০২১, ০০:৩৬

পঞ্চম দফায় অনুষ্ঠিত চট্টগ্রামের তিন পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত তিন মেয়র প্রার্থী নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণ শেষে রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে তিন প্রার্থীর একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপর দুইজন আজ নির্বাচনে বিজয় লাভ করেন।

বিজয়ীরা হচ্ছেন বারইয়ারহাট পৌরসভায় রেজাউল করিম খোকন, রাঙ্গুনিয়া পৌরসভার দ্বিতীয়বারের মতো শাহজাহান সিকদার। অন্যদিকে মিরসরাই পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দিন।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরসরাই পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, মিরসরাই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আর রবিবার বারইয়ারহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রেজাউল করিম খোকন ৪ হাজার ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মনোনীত দিদারুল আলম মিয়াজী পেয়েছেন মাত্র ১৩১ ভোট।

এই পৌরসভায় কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন-১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আজিজুল হক মান্না, ২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রফিকুজ্জামান বাবুল, ৩ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর রসুল আহম্মদ নবী, ৪ নম্বর ওয়ার্ডে মো. মাসুদ, ৫ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর রতন দত্ত, ৬ নম্বর ওয়ার্ডে মো. আলমগীর, ৭ নম্বর ওয়ার্ডে আব্দুল খালেক, ৮ নম্বর ওয়ার্ডে মো. নিজাম উদ্দিন ও ৯ নম্বর ওয়ার্ডে এজাহার উদ্দিন। সংরক্ষিত কাউন্সিলর পদে ১, ২ ও ৩ ওয়ার্ডে শাহানাজ বেগম, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে শিল্পী ভৌমিক ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে সেলিনা আক্তার নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, মিরসরাই পৌরসভায় কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন-১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দেলোয়ার হোসেন খোকন, ২ নম্বর ওয়ার্ডে এবাদুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে নুর নবী, ৪ নম্বর ওয়ার্ডে শাখের ইসলাম রাজু, ৫ নম্বর ওয়ার্ডে মো. জহির উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডে জামাল উদ্দিন লিটন, ৭ নম্বর ওয়ার্ডে ওসমান গনি, ৮ নম্বর ওয়ার্ডে আল ফায়হাত সংগ্রাম ও ৯ নম্বর ওয়ার্ডে ইলিয়াছ হোসেন লিটন। সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন- ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে রিজিয়া বেগম ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে ফেরদৌস আরা লাকি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

একইদিনে অনুষ্ঠিত রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে ১৪ হাজার ৮০৪ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহজাহান সিকদার। এই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত মো. হেলাল উদ্দিন শাহ পেয়েছেন ২৮৯ ভোট। একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এই পৌরসভায় কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন- ১ নম্বর ওয়ার্ড জালাল উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডে নুরুল আবছার জসিম, ৩ নম্বর ওয়ার্ডে জসিম উদ্দিন শাহ, ৪ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম, ৬ নম্বর ওয়ার্ডে অলি আহাম্মদ মাস্টার, ৭ নম্বর ওয়ার্ডে তারেকুল ইসলাম চৌধুরী, ৮ নম্বর ওয়ার্ডে কপিল উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ডে ওমর ফারুক।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন