X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আবাহনীকে হারিয়ে এগিয়ে গেলো বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৫

জয়ের মিশন নিয়ে মাঠে নেমেছিল আবাহনী লিমিটেড। ম্যাচ জিততে পারলে হয়তো প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে ভালোভাবে ফিরতে পারতো। কিন্তু জায়ান্ট বসুন্ধরা কিংস তা হতে দিলো কোথায়? দাপট দেখিয়ে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে অস্কার ব্রুজনের দল।

আকাশী-নীল জার্সিধারীদের ৪-১ গোলে হারিয়ে বসুন্ধরা এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। ১২ ম্যাচে ১১তম জয় নিয়ে ৩৪ পয়েন্ট ক্লাবটির। বিপরীতে আবাহনী সমান ম্যাচে প্রথম হারের স্বাদ পেয়ে ২২ পয়েন্ট নিয়ে তিনে আবাহনী।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের চার ব্রাজিলিয়ানের লড়াইয়ে জিতেছে বসুন্ধরাই। শুধু কী তাই। এদিন উজ্জ্বল পারফরম্যান্স দেখা গেছে তাদের চার বিদেশির-ই। চার গোলের দুটি আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরার, একটি করে গোল ইরানি ডিফেন্ডার খালেদ শাফি ও ব্রাজিলিয়ান ফেরনান্দেজের। অন্য দিকে আবাহনীর পক্ষে হাইতির কেরভেন্স বেলফোর্ট একটি গোল শোধ দিতে পেরেছেন।

প্রথমার্ধে বিজয়ীরা ২-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যেতে পারতো বসুন্ধরা। রবিনিয়োর কর্নারে খালেদ শাফির হেড গোলকিপার শহীদুল আলম সোহেল ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করে তা আর হতে দেননি। উল্টো আবাহনী ১৫ মিনিটে আক্রমণ শাণিয়েছিল। কিন্তু হাইতির কেরভেন্স বেলফোর্ট হেড নেওয়ার আগে প্রতিপক্ষের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করেন।

১৯ মিনিটে বসুন্ধরা আবারও আক্রমণ করে এগিয়ে যায়। রবিনিয়োর কোনাকুনি শট দূরের পোস্ট লেগে ফিরে আসে। ফিরতি বলে আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরা প্লেসিং করে লক্ষ্যভেদ করেন। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে তারা। রবিনিয়োর বাম প্রান্তের কর্নারে ইরানি ডিফেন্ডার খালেদ শাফির ফ্লিকে চোখের পলকে গোল লাইন অতিক্রম করলে স্কোর লাইন হয় ২-০।

অবশ্য প্রথমার্ধের শেষ দিকে অর্থাৎ ৪৪ মিনিটে জুয়েল রানার ক্রসে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রান্সিসকো তোরেস পা ছোঁয়াতে পারলে ব্যবধান কমানোর সুযোগ থাকতো আবাহনীর। আর ইনজুরি সময়ে আরেক ব্রাজিলিয়ান অগাস্তোর ফ্রি-কিকে বেলফোর্টের হেড বারে লেগে ফিরে আসলে ফিরতি বলে সামনে থাকা তোরেস সুযোগ নষ্ট করলে আরও হতাশ হতে হয় তাদের।

দুই গোলে পিছিয়ে থেকে আবাহনীকে বিরতির পর ম্যাচে ফেরার সুযোগ দেয়নি বসুন্ধরা কিংস। ৫১ মিনিটে বেসেরা থেকে ব্রাজিলিয়ান ফেরনান্দেজ বক্সের ভিতরে ফাঁকায় গোলকিপারের ডান দিক দিয়ে লক্ষ্যভেদ করে ৩-০ তে এগিয়ে নেন দলকে।

৭৬ মিনিটে ফেরনান্দেজের ক্রসে বেসেরা হেডে ৪-০ করে আবাহনীকে ম্যাচ থেকে ছিটকেই দেন। যদিও ৮৬ মিনিটে আবাহনী সান্তনাসূচক গোলটি পায় অবশেষে। বেলফোর্টকে ফেলে দেন রিমন হোসেন। পেনাল্টি থেকে ৪-১ করেন বেলফোর্ট। আর ৮৮ মিনিটে বেলফোর্টের বাঁ পায়ের শট পোস্টে লেগে ফিরে আসলে আর ব্যবধান কমানো হয়নি আবাহনীর।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট