X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চলচ্চিত্রাভিনয়ে পিন্টু ঘোষ

সুধাময় সরকার
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৯

‘যারা পরীক্ষিত অভিনয়শিল্পী, মূলত আমি তাদের নিয়েই কাজ করার চেষ্টা করি। এতে যেমন সময় কম লাগে, তেমনি ভালো অভিনয় পাওয়া যায়। দর্শকও কাজটি দেখে তৃপ্ত হন।’

সম্প্রতি ‘স্ফুলিঙ্গ’ ছবির কাস্টিং প্রসঙ্গে গণমাধ্যমে এমনটাই মন্তব্য করলেন নির্মাতা তৌকীর আহমেদ।

শুটিং এরইমধ্যে শেষ। চলছে শেষ পর্যায়ের কাজ। মুক্তির তারিখও চূড়ান্ত। এরমধ্যে পাওয়া গেলো নতুন খবর। ছবির অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী পিন্টু ঘোষ! হুম, চিরকুট ব্যান্ডের প্রাক্তন। যিনি এবারই প্রথম হাজির হচ্ছেন বড় পর্দায়।

নির্মাতা তৌকীর আহমেদের প্রাথমিক বয়ানের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন না তো! পাবেন, পিন্টুর বয়ানে। দেশের অন্যতম এই সংগীতশিল্পী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‌‌সিনেমায় এটা আমার প্রথম অভিনয়। তবে এর আগেও বেশ ক’টি উল্লেখযোগ্য নির্মাতার সঙ্গে নাটকে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। তবু বলছি, আমি অভিনয়ের কিছুই জানি না। ভাগ্যক্রমে কিছু কাজ করেছি মাত্র।’

তৌকীর আহমেদের মাধ্যমে সিনেমা অভিনয়ে পিন্টু ঘোষের অভিষেক হলেও শুরুটা হয় ২০০৫ সালে গোলাম সোহরাব দোদুলের নাটক ‘কৃষ্ণগহ্বর’ দিয়ে। এরপর কাজ করেছেন একই নির্মাতার ‘আগন্তুক’ এবং গিয়াস উদ্দিন সেলিমের ‘কেউ কেউ মৃত জোনাকি’ নাটকে। ফলে সিনেমায় অভিষেকের জন্য অভিনয়ের রিহার্সাল মন্দ হয়নি এই জাত মিউজিশিয়ানের।

পিন্টু বলেন, ‘আমি মূলত মিউজিকটাই করার চেষ্টা করি। অভিনয়ের বিষয়টি একেবারেই বিচ্ছিন্ন ঘটনা। এটা ঠিক, এখন পর্যন্ত যে কয়েকটি নাটক করেছি অসম্ভব গুণী নির্মাতাদের সঙ্গ পেয়েছি। আর তৌকীর ভাইয়ের সঙ্গে শেষের কাজটা তো নিজের বলেই দাবি করছি। কাজটির জন্য খুব অল্প সময় পেয়েছি। তবে প্রজেক্টটির সঙ্গে মিশে গেছি সবাই। পুরো টিম মিলে অভিনয়-মিউজিকের কাজটি করেছি। অসাধারণ অভিজ্ঞতা।’

‘স্ফুলিঙ্গ’র সংগীত পরিচালক হিসেবেও কাজ করছেন পিন্টু ঘোষ। এতে তার সঙ্গে আছেন রোকন ইমন। দুজনে মিলে নির্মাতার সমর্থন নিয়ে সিনেমার জন্য নতুন করে বেঁধেছেন জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ গানটি। থাকছে প্রেম, বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়েও গান।

অন্যদিকে পর্দায় পিন্টু ঘোষকে দেখা যাবে রাজু নামের একজন মিউজিশিয়ানের চরিত্রে। তার ভাষায়, ‘বড় কোনও চরিত্র নয় এটা। গল্পের কেন্দ্রে যে চরিত্রগুলো থাকে তাদের জন্য সাপোর্টিভ একটা ক্যারেক্টার হলো রাজু। আর পুরো গল্পের সিংহভাগজুড়েই থাকে একদল তরুণ মিউজিশিয়ান। ফলে পর্দার পেছনে ও সামনে কাজ করতে আমার দ্বিধা হয়নি, বরং আরামই লেগেছে।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাচ্ছে ১৯ মার্চ। তবে ১৭ মার্চ হবে ছবিটির বিশেষ প্রদর্শনী।

মামুনুর রশীদ, আবুল হায়াত, আজাদ আবুল কালাম, জাকিয়া বারী মম, ওবিদ রেহান, পরীমনি, শ্যামল মাওলা, এ কে আজাদ সেতুসহ ৫০ জনের মতো শিল্পী অভিনয় করেছেন ছবিটিতে।

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে তরুণদের একটি ব্যান্ডকে ঘিরে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে কাস্ট করেছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে কাস্ট করেছে ফারুকীপুত্র ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!