X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রিয়াদে ব্যাপক বিস্ফোরণের শব্দ, ব্যালেস্টিক হামলা প্রতিহতের দাবি সৌদি আরবের

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৫
image

সৌদি আরবের রাজধানী রাজধানী রিয়াদের আকাশে শনিবার রাতে তীব্র আলোর ঝলকানির সঙ্গে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহত করায় এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জোটের মুখপাত্র জানিয়েছেন, রিয়াদ ছাড়াও জিজান প্রদেশে তিনটি এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর মুসাহিত লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানোর চেষ্টা করা হলেও তা প্রতিহত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মনসুর হাদিকে উৎখাত করে রাজধানী সানার দখল নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। রিয়াদে নির্বাসিত হাদিকে আবারও ক্ষমতায় বসাতে ইয়েমেনে হামলা শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এবং কয়েকটি পশ্চিমা দেশের জোট। এই হামলায় রাজধানী সানার নিয়ন্ত্রণ হারালেও দেশের বিস্তৃত এলাকার দখল এখনও ধরে রেখেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

শনিবার রাতে রাজধানী রিয়াদ ছাড়াও কয়েকটি স্থানে হামলা প্রতিহতের দাবি করলেও সৌদি জোটের পক্ষ থেকে কোনও হতাহতের কথা জানানো হয়নি। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল আকবরিয়ার খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের টুকরো টুকরো অংশ রিয়াদের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে অন্তত একটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এই হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি হুথি বিদ্রোহীরা।

এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটলো যখন রিয়াদের বাইরে অনুষ্ঠিত হচ্ছে ফর্মুলা ই চ্যাম্পিয়নশিপ। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই আয়োজনে উপস্থিত ছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আল আকবরিয়ায় সম্প্রচারিত ফুটেজে রিয়াদের আকাশে বিস্ফোরণ ঘটতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও একই ধরনের ভিডিও পোস্ট করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের আকাশে তীব্র আলোর ঝলকানির সঙ্গে বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। ধারনা করা হচ্ছে সৌদি আরবের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ওই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

সৌদি জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু বানাতে হুথিরা পদ্ধতিগতভাবে এবং নির্বিচারি পথ বেছে নিয়েছে।

রিয়াদে বিস্ফোরণের পর সেখানকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সব আমেরিকান নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। হামলার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট বিলম্বিত কিংবা অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা