X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নির্বাচনি মিছিলে ছুরিকাঘাত, গ্রেফতার ৪

বগুড়া প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪১

বগুড়ায় পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা আনন্দ কুমার দাসের নির্বাচনি মিছিলে হামলা চালিয়ে মারপিট ও ছুরিকাঘাতের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের উত্তর চেলোপাড়া এলাকায় এ হামলার আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মী আহত হন। এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী আনন্দ (পাঞ্জাবি মার্কা) প্রতিদ্বন্দ্বী বিএনপির কাউন্সিলর প্রার্থী পরিমল দাসের (উটপাখি মার্কা) ৩৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে ৭৬ জনের বিরুদ্ধে মামলা করেন। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ এসব তথ্য দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, নির্বাচনি প্রচারণার শেষ দিন শুক্রবার সন্ধ্যার দিকে পাঞ্জাবি মার্কার সমর্থনে মিছিল বের করা হয়। একই সময় উটপাখির সমর্থকরাও মিছিল বের করেন। মিছিল উত্তর চেলোপাড়া এলাকায় পৌঁছালে হর্ন বাজানো নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাত ও মারপিটে পাঞ্জাবির মিছিলে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন জন আহত হন। তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আনন্দ কুমার দাস অভিযোগ করেন, উটপাখির কর্মীরা ছুরিকাঘাত করায় ছয় নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী শান্ত ও আওয়ামী লীগ কর্মী মিলন কুমার রায় এবং মারপিটে নিপুল নামে একজন আহত হন।

তবে বিএনপির বর্তমান কাউন্সিলর পরিমল দাস জানান, তার কর্মীরা কাউকে মারপিট বা ছুরিকাঘাত করেননি। তবে পাঞ্জাবি মার্কার লোকজন তার নির্বাচনি ক্যাম্পে হামলা করেছে। এ সময় তাদের ছুরিকাঘাতে রুমন নামে এক ছাত্রদল কর্মী আহত হয়েছেন।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, হামলার ঘটনায় কাউন্সিলর প্রার্থী আনন্দ কুমার দাস থানায় প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী পরিমল দাসের ৩৬ কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, শহরের নাটাইপাড়ার তন্ময় কুমার দত্ত, উত্তর চেলোপাড়ার টুলু বেপারী, দক্ষিণ চেলোপাড়ার মো. বাতেন ও মধ্য চেলোপাড়ার বিষ্ণু। এদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এদিকে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী শান্তকে ছুরিকাঘাতের প্রতিবাদে জেলা ছাত্রলীগ শুক্রবার রাত ১১টার দিকে শহরের সাতমাথায় বিক্ষোভ মিছিলে করেছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা