X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পাঁচ বছর পর পুরস্কৃত শাকিব-বুবলী!

সুধাময় সরকার
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৪

গত বছরের ‘বীর’ নয়, পাঁচ বছর আগের ‘বসগিরি’র জন্য শ্রেষ্ঠত্বের পদক পেলেন শাকিব খান ও শবনম বুবলী!

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চ্যানেল আই প্রাঙ্গণে ঝলমলে আয়োজনের মাধ্যমে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’। সেখানেই তারা সম্মানিত হন শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীর পদকে। যদিও আসরে হাজির ছিলেন না শাকিব খান। অন্যদিকে সড়কে দুর্ঘটনার শঙ্কা নিয়েও হাসিমুখে হাজির ছিলেন বুবলী।

গান পরিবেশন করছেন টিনা রাসেল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি) বুবলীকে মঞ্চে ডেকে তার হাতে পদক তুলে দেন। তবে একটি নয়, দুটি! একটি বুবলীর অন্যটি শাকিব খানের। সহশিল্পীর অনুপস্থিতিতে এমনটা হতেই পারে।

আয়োজক সূত্রে জানা গেছে, ‘বসগিরি’ ২০১৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও সেটি ডিজিটাল মাধ্যমে উন্মুক্ত হয়েছে গত বছর। ফেলেছে ভালো সাড়া। সেই বিবেচনায় ছবিটির জন্য এই সম্মাননা অর্জন করেন ঢালিউডের রহস্যময় এই জুটি।

দলীয় নৃত্য ২০২০ সালে ডিজিটালি মুক্তি পাওয়া (ওটিটি/ইউটিউব) চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিওর ওপর ভিত্তি করে এই অ্যাওয়ার্ড আসরের আয়োজন করে চ্যানেল আই কর্তৃপক্ষ।

আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং চ্যানেল আই ও ইমপ্রেস গ্রুপের পরিচালক মুকিত মজুমদার বাবু। অ্যাওয়ার্ডের সাথে সম্পৃক্ততার কথা তুলে ধরেন সেইফকিপারের ব্যবস্থাপনা পরিচালক সোহেল ইবনে সাত্তার।

পদক নিচ্ছেন নীল হুরে জাহান দুটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসহ মোট ২৩টি বিভাগে দেওয়া হয়েছে এই পদক। লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফর ডিজিটাল ব্যাংকিং অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং শ্রেষ্ঠ ফ্রন্টলাইনার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান।

অন্যান্য বিভাগে পুরস্কারপ্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ নাট্যকার আশরাফুজ্জামান (হ্যামলেটের ফিরে আসা), শ্রেষ্ঠ নাট্যপরিচালক সঞ্জয় সমদ্দার (শিফট), শ্রেষ্ঠ নাট্যাভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা (গার্লস মার্কেট), শ্রেষ্ঠ ওয়েব সিরিজ (তাকদীর), শ্রেষ্ঠ ওয়েব সিরিজ পরিচালক সৈয়দ আহমেদ শাওকী (তাকদীর), শ্রেষ্ঠ ওয়েব সিরিজ অভিনেতা চঞ্চল চৌধুরী (তাকদীর), শ্রেষ্ঠ ওয়েব সিরিজ অভিনেত্রী তাসনুভা তিশা (আগষ্ট’১৪)।

পদক নিচ্ছেন ই-ভ্যালির প্রধান মোহাম্মদ রাসেল অনুষ্ঠানে পদক প্রদানের পাশাপাশি চলে নাচ-গান পরিবেশনা। পরিবেশন করেন সুজন আরিফ, টিনা রাসেল, কোনাল, ঐশী প্রমুখ।

আরও পদক পান শ্রেষ্ঠ মিউজিক ভিডিও সাব্বির নাসিরের গাওয়া ‘আমারে দিয়া দিলাম তোমারে’, বেস্ট রাইজিং স্টার (নারী) নীল হুরে জাহান, বেষ্ট রাইজিং স্টার (পুরুষ) শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর আইমান সাদিক, শ্রেষ্ঠ ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, শ্রেষ্ঠ স্টার্টআপ ধামাকা শপিং, শ্রেষ্ঠ ই-কমার্স প্রিয়শপ.কম, শ্রেষ্ঠ ই-কমার্স ই-ভ্যালি এবং শ্রেষ্ঠ বি টু বি পদক পায় সিন্দাবাদ.কম।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা