X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তিনি গেইল বলেই হয়তো...

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৭

ক্যারিবিয়ানরা একটু বেশি আমোদপ্র্রিয়। উসাইন বোল্ট কিংবা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল, লড়াকু মানসিকতা যেমন আছে, তেমনি আবার মুহূর্তগুলো উপভোগের মন্ত্রে ভাগাভাগি করে নিতে চান সবার সঙ্গে। ক্রিকেট প্রসঙ্গ এলে দর্শকদের সবচেয়ে বেশি বিনোদন দিয়েছেন সম্ভবত ক্রিস গেইল। মারমুখী ব্যাটিংয়ে মুগ্ধতা ছড়ানোর সঙ্গে নানারকম অঙ্গভঙ্গিতে প্রতিনিয়ত মজার খোরাক জোগান তিনি। তাই বলে আমোদী ভাবে নিজের সত্তা হারিয়ে ফেলেন না। সে কারণেই সম্ভবত বয়স ৪১ পেরিয়ে যাওয়ার পরও তার ডাক পড়ে ওয়েস্ট ইন্ডিজ দলে।

সত্যি তাই। ক্যারিয়ারের পাট চুকিয়ে যে বয়সে অবসরের মধুর সময় উপভোগ করেন অন্যরা, সেই বয়সেও গেইল তার ব্যাটিং তাণ্ডব দিয়ে বিনোদন দিয়ে যাচ্ছেন ক্রিকেট বিশ্বকে। আর সেটা শুধু ফ্র্যাঞ্চাইজি লিগে নয়, দর্শকরা আবার উপভোগের সুযোগ পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে। দুই বছর পর ফের জাতীয় দলের দরজা খুলেছে গেইলের। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে আছেন ৪১ বছর বয়সী ‘ইউনিভার্স বস’।

তিনি গেইল বলেই হয়তো এটা সম্ভব। যার শেষ অনেক আগেই অনেকে দেখে নিয়েছেন, সেই তিনি আবারও আন্তর্জাতিক আঙিনায় পারফর্ম করার সুযোগ পেলেন। ৩ থেকে ৭ মার্চ হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজে হয়তো আবার দেখতে পাওয়া যাবে ওয়েস্ট ইন্ডিজ জার্সিতে তার তাণ্ডব। হার না মেনে খেলা চালিয়ে যাওয়ার মানসিকতা খুলে দিয়েছে তার জাতীয় দলের দরজা।

বাঁহাতি ব্যাটসম্যান সবশেষ ওয়েস্ট ইন্ডিজ দলে খেলেছিলেন ২০১৯ সালের শুরুতে, ভারতের বিপক্ষে। ওই সিরিজেই নিজের শেষ দেখে নিয়েছিলেন। কিন্তু ২০২০ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো করায় ইঙ্গিত দেন ৪৫ বছর পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার। তার এই ‘ইঙ্গিত’ আরও ভালোমতো গেঁথে যায় আইপিএলের দুর্দান্ত পারফরম্যান্সে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিযোগিতার দ্বিতীয় ভাগে মাঠে নেমে কিংস ইলেভেন পাঞ্জাবের টানা পাঁচ জয়ের পথে টপ অর্ডারে আগুন ঝরিয়েছিলেন গেইল।

তার এই হাল না ছাড়ার পণ নতুন করে আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় নিয়ে এলো। তাছাড়া দেশের জার্সি গায়ে জড়াতে উন্মুখ হয়ে ছিলেন তিনি। তাই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়ের্টসের হয়ে দুই ম্যাচ খেলার পথে জানতে পারেন তাকে রাখা হয়েছে শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টির প্রাথমিক দলে, উড়ে এসে ফিটনেস টেস্টে উতরে যাওয়ায় সুযোগ হয়ে যায় ১৪ সদস্যের চূড়ান্ত দলেও।

গেইলের মতো আরেক ‘বুড়ো’কে দলে ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গেইল তবু দুই বছর, ৩৯ বছর বয়সী পেসার ফিদেল এডওয়ার্ডসের জাতীয় দলের দরজা খুলেছে ৯ বছর পর! ২০১২ সালের পর আবার কুড়ি ওভারের দলে অভিজ্ঞ এই পেসার।

ক্যাবিবীয় দলে নতুন মুখ কেভিন সিনক্লেয়ার। ২১ বছর বয়সী অফ স্পিনার টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, দুই স্কোয়াডেই আছেন। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ওয়ানডে হবে ১০ থেকে ১৪ মার্চ।

টি-টোয়েন্টি স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, আকিল হোসেইন, এভিন লুইস, ওবেড ম্যাককয়, রোভম্যান পাওয়েল, লেন্ডল সিমন্স, কেভিন সিনক্লেয়ার।

ওয়ানডে স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ, ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, জেসন মোহাম্মদ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, এভিন লুইস, কাইল মায়ার্স, জেসন মোহাম্মদ, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, কেভিন সিনক্লেয়ার।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!