X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারতের পশ্চিমবঙ্গসহ কয়েক রাজ্যে নির্বাচনের তারিখ ঘোষণা

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৪
image

ভারতের তামিল নাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ, আসাম ও পদুচেরি রাজ্য সরকারের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। শুক্রবার জানানো হয়েছে গত ২৭ মার্চ থেকে এসব রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে আর ফলাফল ঘোষণা করা হবে আগামী ২ মে। পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আট ধাপে, ২৭ মার্চ, ১ এপ্রিল, ৬ এপ্রিল, ১০ এপ্রিল, ১৭ এপ্রিল, ২২ এপ্রিল, ২৬ এপ্রিল এবং ২৯ এপ্রিল। তামিল নাড়ু ও কেরালায় এক ধাপে ৬ এপ্রিল নির্বাচন হবে। একই দিন পদুচেরিতে নির্বাচন হবে। আর আসামে ভোট হবে ২৭ মার্চ, ১ এপ্রিল এবং ৬ এপ্রিল। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিধানসভা নির্বাচন ঘিরে ভারতের আঞ্চলিক রাজনীতির উত্তেজনা এখন তুঙ্গে। পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যের ক্ষমতায় যেতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। তবে তৃণমুলসহ স্থানীয় রাজনৈতিক দলগুলোর প্রচণ্ড বিরোধিতার মুখে পড়েছে তারা।

নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে রাজ্যগুলোতে আচরণ বিধি কার্যকর হয়েছে। ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনিল অরোরা জানিয়েছেন, এসব নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ভোটারের পরিমাণ ১৮ কোটি।

বিহার নির্বাচনের পর করোনাভাইরাসের মহামারির মধ্যে সবচেয়ে বড় নির্বাচন হতে যাচ্ছে এসব রাজ্যের নির্বাচন। নির্বাচনি কর্মকর্তাদের সম্মুখসারির কর্মী হিসেবে টিকা দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের ২৯৪টি, তামিল নাড়ুতে ২৩৪টি, কেরালায় ১৪০টি, আসামে ১২৬টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরির ৩০টি আসনে নির্বাচন হবে।
আট ধাপে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে যুক্তি হিসেবে নির্বাচন কমিশন সহিংসতার আশঙ্কাকে সামনে এনেছে। বলা হয়েছে, ‘আইন শৃঙ্খলার কয়েকটি ফ্যাক্টর নিয়ে আমাদের পর্যালোচনা রয়েছে। গত বার সাত ধাপে হয়েছে ফলে এবার আট ধাপে হওয়াটা বড় কিছু নয়।’

দীর্ঘ সময় ধরে ভোট নেওয়ার কড়া সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বলেছেন, ‘এক জেলাতেই (২৪ পরগণা) কেন তিন ধাপে ভোট হবে? নরেন্দ্র মোদি ও অমিত শাহের জন্যই কি এটা করা হয়েছে? বাংলার মেয়ের শুধু একটা কথাই বলার আছে। আপনাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবো।’

/জেজে/
সম্পর্কিত
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
সর্বশেষ খবর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা