X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

আর্মেনিয়া সংকটের মধ্যেও কারাবাখ চুক্তি কার্যকর রয়েছে: রাশিয়া

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২২

আর্মেনিয়ার চলমান রাজনৈতিক সংকটের মধ্যেও কারাবাখ চুক্তি কার্যকর রয়েছে বলে জানিয়েছে রাশিয়া। শুক্রবার রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন।

দিমিত্রি পেসকভ বলেন, আর্মেনিয়ায় রাজনৈতিক সংকট নাগরনো-কারাবাখ সংক্রান্ত চুক্তি বাস্তবায়নের ওপর কোনও প্রভাব ফেলবে না।

আর্মেনিয়ায় পরিস্থিতি যুদ্ধবিরতি চুক্তির জন্য ঝুঁকি তৈরি করছে কিনা? এমন প্রশ্নের উত্তরে দিমিত্রি পেসকভ বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু (কারাবাখ সংক্রান্ত চুক্তি) বাস্তবায়িত হচ্ছে। এই চুক্তি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

পৃথক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে ভিডিও বৈঠকে আর্মেনিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি আর্মেনিয়ার একদল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগ দাবির পর দেশটিতে রাজনৈতিক সংকট তৈরি হয়। এক পর্যায়ে দেশের সামরিক অভ্যুত্থানের ব্যাপারে সতর্কবার্তা উচ্চারণ করেন প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।

সামরিক বাহিনীর চাপ ছাড়াও নিজের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের মুখে রয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। বিক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার সেনাবাহিনীর জেনারেল স্টাফ অনিক গ্যাসপারিয়ানকে চাকরিচ্যুত করার ঘোষণা দেন তিনি। একইসঙ্গে সেনা সদস্যদের শুধু তার নির্দেশ পালনের আহ্বান জানান তিনি।

জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নিকোল পাশিনিয়ান বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের হাতে ক্ষমতা ধরে রাখা। কারণ, দেশে এখন যা ঘটছে তাকে আমি সামরিক অভ্যুত্থান হিসেবেই দেখছি।’

বৃহস্পতিবারও নিকোল পাশিনিয়ানের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ-পাল্টা বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ইয়েরেভানে তার পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন সমবেত জনতা। এ সময় তারা রাজপথ আটকে ‘নিকোল তুমি বিশ্বাসঘাতক’; ‘নিকোল তুমি সরে যাও’ প্রভৃতি স্লোগান দেয়। বিরোধীদের বিক্ষোভের পর অবশ্য নিকোল পাশিনিয়ানের শত শত সমর্থকও রাজপথে নেমে তার প্রতি নিজেদের সমর্থনের জানান দেয়। ইয়েরেভান থেকে আল জাজিরার গেগহ্যাম ভার্দানিয়ান জানান, এই বিক্ষোভ ইঙ্গিত দিচ্ছে, উদ্বেগ-উত্তেজনা থাকলেও এখনই পদত্যাগের কোনও পরিকল্পনা নেই পাশিনিয়ানের।

এমন টালমাটাল পরিস্থিতির বাস্তবতায় কারাবাখ চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে শুক্রবার এ ব্যাপারে নিজ দেশের অবস্থান পরিষ্কার করে ওই চুক্তির অন্যতম অংশীদার রাশিয়া। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
রাশিয়া জিতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: ইউক্রেন
ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের
সর্বশেষ খবর
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন