X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডাগ আউটে দুই লাল কার্ড, উত্তেজনা ছড়ালো গ্যালারিতেও!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৯

মাঠের খেলায় যেমন উত্তেজনা ছিল, তেমনি ছিল ডাগ আউটেও। একপর্যায়ে দুই দলের দুই কর্মকর্তা দেখলেন লাল কার্ড। আস্তে আস্তে উত্তেজনার সেই ঢেউ ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। সেখানে তো এক দর্শককে মারধর থেকে বাঁচাতে পুলিশের হস্তক্ষেপ করতে হয়েছে! এমন উত্তেজনায় ঠাসা ম্যাচটি ছিল মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর। অথচ এত উত্তেজনার মাঝে জেতেনি কোনও দল। ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে।

এর ফলে মোহামেডান ১০ ম্যাচে চতুর্থ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। চট্টগ্রাম আবাহনী এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া ম্যাচে ১৫ মিনিটে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। চিনেদু ম্যাথিউর কাটব্যাক থেকে বক্সের ভিতরে ব্রাজিলিয়ান নিক্সন গুলের্মের জোরালো শট ঝাঁপিয়ে ফিরিয়ে দিয়েছিলেন গোলকিপার সুজন হোসেন। ফিরতি বলে সামনে থেকে টোকায় লক্ষ্যভেদ করতে ভুল হয়নি রাগিব হোসেনের।

চার মিনিট পর মারুফুল হকের দল এগিয়ে যেতে পারতো। কিন্তু ফ্রি-কিক থেকে রাকিব হোসেনের জোরালো শট ক্রস বারে লেগে ফিরে আসলে সেটি আর হয়নি।

পিছিয়ে পড়ার পর দুইবার গোল শোধে চট্টগ্রাম আবাহনীর রক্ষণে হানা দিয়েও সফল হতে পারেনি মোহামেডান।

বিরতির পর অবশ্য মোহামেডানকে আর আটকে রাখা যায়নি। সাইদ রাকিব খান ও সোলেমান দিয়াবাতের দারুণ সমন্বয়ে আসে কাঙ্ক্ষিত গোল। ৫৪ মিনিটে দিয়াবাতের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ডান পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন রাকিব।

সাত মিনিট পর একটি থ্রো-ইনকে কেন্দ্র করে হঠাৎই ডাগআউটে উত্তেজনা দেখা দেয়। মোহামেডানের আতিকুজ্জামানের থ্রো ইন সামনে থাকা রাকিবের মাথায় লাগে। এর কিছুক্ষণ পরই মোহামেডানের টিম লিডার আবু হাসান চৌধুরী প্রিন্স ধাক্কা দিয়ে বসেন চট্টগ্রাম আবাহনীর টিম ম্যানেজার আরমান আজিজকে। এ নিয়ে দুপক্ষের মাঝে হাতাহাতির উপক্রম হয়। তখন রেফারি ভুবন মোহন তরফদার দুই দলের দুজনকেই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। এসময় খেলা কয়েক মিনিট বন্ধও থাকে।

খেলা আবার শুরু হলেও স্কোরলাইনে কোনও পরিবর্তন হয়নি। মোহামেডান চেষ্টা করেছিল যদিও। কিন্তু ৭৯ মিনিটে সতীর্থের কর্নার থেকে মোহামেডানের দিয়াবাতের হেড ক্রসবারের ওপর দিয়ে গেলে আর ম্যাচ জেতা হয়নি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন