X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সড়কে হত্যাচেষ্টা, আতঙ্কিত-অসহায় বুবলী!

বিনোদন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৬

তথ্যটি সিনেমার মতো মনে হলেও বাস্তব পরিস্থিতি এমনই। দেশের অন্যতম নায়িকা বুবলীকে দুই দফা হত্যাচেষ্টা করা হয়েছে। ঘরে নয়, দুটোই ঘটেছে সড়কে।

এখনও বুবলী দুর্ঘটনামুক্ত আছেন। তবে তিনি ও তার পরিবারের সদস্যরা নিজ বাসায় দিন গুজরাচ্ছেন এক অজানা আশঙ্কায়। সাহস পাচ্ছেন না রাস্তায় নামার, শুটিংয়ে যাওয়ার।

বিষয়টি বাংলা ট্রিবিউনের সঙ্গে শেয়ার করেন বুবলী, শুক্রবার (২৬ জানুয়ারি) প্রকাশ করেন নিজের ফেসবুকে দেয়ালেও।

বুবলী বলেন, ‘সব সড়ক দুর্ঘটনাই দুর্ঘটনা নয়। অনেক সময় পরিকল্পিতও হয়, সেটি গত দুদিন টের পেয়েছি সরাসরি। উপলব্ধি করেছি আমরা যা দেখি বা যা শুনি তার পেছনেও অন্য এক অজানা সত্য থাকে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম আর ভাবছিলাম আজকের দিনটিতে তো আমাকে নিয়ে অন্য রকম সংবাদও হতে পারতো।’

বুবলী মনে করেন, পর পর দুদিন তিনি মৃত্যুর খুব কাছ থেকে বেঁচে এসেছেন। কারণ, তার সঙ্গে ছিল আল্লাহর রহমত, বাবা-মা-বোনের দোয়া আর ভক্তদের ভালোবাসা।

সম্প্রতি দীর্ঘ অন্তর্ধান শেষে সবাইকে চমকে দিয়ে ফের কাজে ফেরেন শবনম বুবলী। ঘোষণা দেন দুটি ছবির। একটি নিরবের সঙ্গে ‘চোখ’, অন্যটি শাকিব খানের সঙ্গে ‘লিডার’। প্রথমটির শুটিং চলছে। মূলত এই শুটিংয়ে আসা-যাওয়ার পথেই সড়কে হত্যার হুমকি অনুভব করেন বুবলী। এমনকি শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) শুটিংয়ে যাওয়াও বন্ধ করেছেন তিনি। শবনম বুবলী। ছবি: সংগ্রহ

বুবলী বলেন, ‘‘গত ৪-৫ দিন আমি ‘চোখ’ সিনেমার শুটিং করছিলাম। যথারীতি শুটিং শেষে রাতে বাসায় ফেরার পথে বিপরীত রাস্তা থেকে কোনও হর্ন না বাজিয়ে, কোনও সিগনাল না দিয়ে আমার গাড়ির সামনে প্রচণ্ড বেগে তেড়ে এসেছে একটি প্রাইভেটকার। যার গ্লাস ছিল ব্ল্যাক পেপার দিয়ে মোড়ানো। এবং কোনও নাম্বার প্লেট ছিল না গাড়িটার! আমার ড্রাইভার হার্ডব্রেক না করলে হয়তো অন্যকিছু হতে পারতো।’

বুবলী জানান, তিনি নিজেও ড্রাইভিং জানেন। ফলে সড়কে গাড়ির আচরণ সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। তার ভাষায়, ‘কোনটি দুর্ঘটনা আর কোনটি ইচ্ছাকৃত তা বোঝার ক্ষমতা নিশ্চয়ই একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো আমারও আছে। আমি মনে করছি, এই ঘটনাগুলো আমার সঙ্গে ইচ্ছাকৃত হচ্ছে।’

সরাসরি কারও দিকে আঙুল না তুললেও বুবলী সন্দেহ প্রকাশ করেন। বলেন, ‘অনেক দিন ধরেই আমি নানাভাবে নানান কিছু বুঝতে পারছি, শুনতে পারছি। মনে রাখবেন, কেউই আইনের ঊর্ধ্বে নন, আর আল্লাহ তো একজন আছেন, যিনি সবই দেখেন। শিগগিরই আমি আইনানুগ ব্যবস্থা নেবো এ ব্যাপারে।’

এদিকে পর পর দুদিন সড়কে মৃত্যুর হাত থেকে বেঁচে এসেও কেন আইনি ব্যবস্থা নেননি এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘আমি মানসিকভাবে বিপর্যস্ত এখন। ঘটনার পর থেকে পরিবার ও স্বজনরা আমাকে রাস্তায় বের হতে নিষেধ করছেন। তাই বের হচ্ছি না। তবে দু’-একদিন পর থানায় গিয়ে জিডি করবো।’

সব সড়ক দুর্ঘটনাই দুর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিতও হয় তা গত দুদিন টের পেয়েছি। উপলব্ধি করেছি আমরা যা দেখি বা যা শুনি তার...

Posted by Shobnom Yesmin BubLy on Friday, February 26, 2021
/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!