X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শাবিতে ইঞ্জিনিয়ারিং অনুষদের আন্তর্জাতিক সম্মেলন শুরু

শাবি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবন ও শিক্ষা বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আইসিইআরআইই-২০২১ শুরু হয়েছে। করোনা পরিস্থিতির কারণে প্রথমবারের মতো অনলাইনে অনুষ্ঠিত হলে ৬ষ্ঠ বারের মতো সম্মেলনটির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদ। 

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের ২৩২ নম্বর কক্ষে এ কনফারেন্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সম্মেলন পরিচালনা কমিটির প্রধান ও অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। এসময় সম্মেলনের সেক্রেটারি অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সম্মেলনটিতে ইউএসও, ইতালি বেলজিয়াম, বেলারুশ, দক্ষিণ কুরিয়া ও জার্মানিসহ ১২টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকরা অংশ নিচ্ছেন। সম্মেলনটি প্ল্যানারি, টেকনিক্যাল ও পোস্টার এ তিন সেশনে অনুষ্ঠিত হচ্ছে। প্ল্যানারি সেশনে দেশ ও বিদেশের প্রখ্যাত অধ্যাপক ও গবেষকরা চারটি কি-নোট ও ছয়টি ইনভাইটেড পেপার উপস্থাপন করবেন। এছাড়া ১৫৬টি গবেষণা প্রবন্ধ ও ১০টি পোস্টার পেপার উপস্থাপন করা হবে। পাশাপাশি পাঁচ ক্যাটাগরিতে ৫টি ‘বেস্ট পেপার’ অ্যাওয়ার্ড ও একটি ‘বেস্ট পোস্টার’ অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানান কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক ড. মুহসিন আজিজ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘গবেষক ও ইন্ড্রাস্ট্রিয়াল কমিউনিটির জন্য এই সম্মেলনটি একটি বড় সুযোগ। দেশ-বিদেশের গবেষক এবং উদ্ভাবকবৃন্দ অংশগ্রহণ করছেন এ সম্মেলনে। যেখানে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত গবেষণা, উদ্ভাবন ও তার কার্যকারিতা নিয়ে বৈশ্বিকভাবে আলোচনা হবে। এই সম্মেলনের মাধ্যমে গবেষকরা তাদের গবেষণা এবং গবেষণার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান একে অপরের সাথে শেয়ার করতে পারবেন এবং তথ্যগুলো পরবর্তীতে গবেষণায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি প্রযুক্তি, গবেষণায় ও উদ্ভাবনে বিশেষ অবদান রাখবে।'

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস