X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জিয়াউর রহমানের খেতাব কারও দান নয়: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৭

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব (বীর উত্তম) কেড়ে নেওয়ার অধিকার জামুকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ‘তিনি (জিয়াউর রহমান) যুদ্ধ করে, দেশের মানুষের পক্ষে সংগ্রাম করে এই খেতাব অর্জন করেছেন, এটা কারও দান নয়। যুদ্ধ করে খেতাব প্রাপ্য হয়েছেন।’

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এর আগে এদিন সন্ধ্যা ছয়টার দিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে সস্ত্রীক দেশে ফেরেন মির্জা ফখরুল। তিনি জানান, তার শরীর ভালো নেই।

বিএনপি মহাসচিব তার দলের প্রতিষ্ঠাতার মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নেওয়ার সমালোচনা করে বলেন, ‘আমি আগেও বিবৃতি দিয়েছি এ বিষয়ে। এটা মানুষ গ্রহণ করবে না। তার খেতাব প্রত্যাহারের কোনও সিদ্ধান্ত হলেও মানুষ মানবে না।’

এ সময় তিনি সদ্য প্রয়াত লেখক, গবেষক, কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে শোক প্রকাশ করেন। ফখরুল বলেন, ‘সৈয়দ আবুল মকসুদ ব্যক্তিগতভাবে বন্ধু ছিলেন। ইব্রাহিম খালেদ একজন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ ছিলেন। তাদের চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হবে না।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, করোনাভাইরাস প্রতিরোধী টিকা তিনি এখনও গ্রহণ করেননি।

বিমানবন্দরে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন।

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!