X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

স্পিনারদের দাপটে দুই দিনেই ইংলিশ বধ ভারতের

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৪

দিবা-রাত্রির টেস্টে প্রথম ইনিংসে ইংলিশরা ছিল ছন্নছাড়া। ১১২ রানে গুটিয়ে যাওয়ার পর ভারতকেও তারা বেশি দূর যেতে দেয়নি। অলআউট করে দেয় ১৪৫ রানে। তাতেও যদি কাজের কাজ কিছু হতো। গোলাপি বলের তৃতীয় টেস্ট দুই দিনও যায়নি পুরোপুরি, ডিনারের পরই তা দেখে ফেললো দ্রুত পরিসমাপ্তি। মাত্র ৪৯ রানের লক্ষ্য দিয়ে ভারতের কাছে ১০ উইকেটে হেরে গেছে ইংল্যান্ড। এর ফলে ৪ ম্যাচের সিরিজ ২-১ করে ফেলেছে স্বাগতিকরা।  

অবশ্য  এই হারের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই থেকেও ছিটকে গেলো ইংল্যান্ড। আর ফাইনালের লক্ষ্যে ভারত এগিয়ে গেলো আরেকটু। তবে কোহলিরা যদি শেষ টেস্টে হেরে যায়, তখন তাদের পেছনে ফেলে ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী হবে অস্ট্রেলিয়া। তাই ফাইনালে পৌঁছাতে শেষ টেস্ট ড্র বা জিতলেই হবে ভারতের। 

আহমেদাবাদে অনিয়মিত স্পিনার জো রুট দিনের প্রথমভাগে আলো ছড়িয়েছিলেন। দ্বিতীয় দিন চা বিরতির আগে ইংলিশ অধিনায়কের স্পিন বিষে শেষ হয় ভারতীয়দের প্রথম ইনিংস। অলআউট ১৪৫ রানে।  

ভারত মাত্র ৩৩ রানের লিড পাওয়ায় বোঝাই যাচ্ছিল রোমাঞ্চ ছড়াতে পারে এই টেস্ট। কিন্তু সেই সুযোগটা ইংল্যান্ড কাজে লাগাতে পারেনি একটুও। অবশ্য সেই পারাটাকেও দুঃসাধ্য করে তুলেছিল স্পিন স্বর্গে পরিণত হওয়া নরেন্দ্র মোদীর নামের নতুন এই স্টেডিয়াম। তাই ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে যখন ব্যাটিংয়ে নামে। তখন পুরোটা সময়ই বলে হাত ঘুরিয়েছেন ভারতীয় স্পিনাররা। পেসাররা আক্রমণে আসেননি একবারও। ১৫ ওভার করে বল করেন অশ্বিন ও অক্ষর। দুই সেশনে দুই পক্ষের উইকেটের পতন হয়েছে ১৭টি! 

তাতে দ্রুততম সময়ে টেস্ট জয়ের নজির গড়ে ভারত। দ্বিতীয় ইনিংসে ইংলিশদের ৮১ রানে ধসিয়ে দিতে ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। ৪৮ রানে ৪ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এর সঙ্গে টেস্টে ষষ্ঠ স্পিনার হিসেবে পূরণ করেছেন ৪০০ উইকেটের মাইলফলকও। ভারতীয় হিসেবে আবার চতুর্থ। তাও মাত্র ৭৭ টেস্টে। সে হিসেবে দ্রুততম ৪০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার তালিকায় অশ্বিন দ্বিতীয়। এই তালিকায় সবচেয়ে দ্রুততম মুত্তিয়া মুরালিধরন। এছাড়া অশ্বিন সার্বিক ভাবে টেস্টে ১৬তম বোলার হিসেবে নিলেন ৪০০ উইকেট।

 এর পর ৪৯ রানের লক্ষ্যে খেলতে নামা ভারত ৭.৪ ওভার খেলেই বিনা উইকেটে নিশ্চিত করে জয়। ওপেনার রোহিত শর্মা অপরাজিত থাকেন ২৫ রানে, ১৫ রানে ক্রিজে ছিলেন শুভমান গিল। ১১ উইকেট নিয়ে ম্যাচসেরা অক্ষর প্যাটেল।

স্কোর: ইংল্যান্ড ১১২ (ক্রলি ৫৩, অক্ষর ৬/৩৮) ও ৮১ (স্টোকস ২৫, অক্ষর ৫/৩২, অশ্বিন ৪/৪৮)

ভারত: ১৪৫ (রোহিত ৬৬; রুট ৫/৮, লিচ ৪/৫৪) ও ৪৯/০

ফল: ভারত ১০ উইকেটে জয়ী।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র
এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের