X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সেতু আছে সড়ক নেই

বগুড়া প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৩

বগুড়ার সোনাতলায় মধ্য দীঘলকান্দি গ্রামে চলাচলের জন্য গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ হলেও সংযোগ সড়ক নেই। এতে সেতুটি জনগণের কোনও কাজে আসছে না। ভুক্তভোগীরা অবিলম্বে মাটি কেটে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় ২০২০ সালের প্রথম দিকে প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দীঘলকান্দি গ্রামে ভেলুরপাড়া-সৈয়দ আহমদ কলেজ স্টেশন সড়কের সংযোগ স্থানে সেতু নির্মাণ করে। কিন্তু সেতু নির্মাণের প্রায় এক বছর অতিবাহিত হলেও সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এছাড়া যে সড়কে সেতু নির্মাণ করা হয়েছে, সেটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতে ডুবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সেতু দিয়ে চলাচল না করায় গ্রামবাসীদের অনেকে এর উপর গোবর শুকিয়ে জ্বালানি তৈরি করেন। খড় ও কাঠ শুকানো হয়ে থাকে।

এলাকাবাসী জানান, সড়কটি মধ্য দীঘলকান্দি থেকে ভেলুরপাড়ার জোড়গাছায় গিয়ে মিলিত হয়েছে। ওই এলাকার প্রায় ৮৫ ভাগ মানুষ সরাসরি কৃষিকাজের সঙ্গে জড়িত। রাস্তাটিতে মাটি কেটে উঁচু ও প্রশস্ত করা হলে কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য খুব সহজেই বাজারজাত করতে পারবেন।

এ বিষয়ে স্থানীয় জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মণ্ডল জানান, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ওই স্থানে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে সেতু নির্মাণ করা হয়েছে। নির্মাণের পর স্থানীয় লোকজন মাটি দিতে বাধা দেওয়ায় তখন গুরুত্বপূর্ণ রাস্তাটি করা সম্ভব হয়নি।

সোনাতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, সংযোগ সড়কে মাটি কাটা হলেও গত বছরে চার দফা বন্যায় তা ধসে যায়। আগামীতে ৪০ দিনের কর্মসূচির আওতায় এনে ওই সেতুর সংযোগ সড়ক নির্মাণ ও উঁচু করা হবে। এতে দীঘলকান্দিসহ আশপাশের গ্রামের মানুষের চলাচলের পথ সুগম হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন