X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খুলনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৯

খুলনায় মাদক মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে এক বছরের সশ্রম কারাদণ্ডও ভোগ করতে হবে তাকে। এ মামলার অপর দু’আসামির প্রত্যেককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছ। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককেও ৬ মাসের অতিরিক্ত সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
খুলনা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত দু’আসামি অনুপস্থিত ছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক জানান, সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কেশবপুরের ভেরচি গ্রামের আ. মজিদ শেখের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রিপন শেখ (পলাতক), ডুমুরিয়া আটালিয়া গ্রামের আ. ছোবহান মোড়লের ছেলে শাহিন মোড়ল এবং সাতক্ষীরা দেবহাটা গ্রামের নুর মোহাম্মাদ মোল্লার ছেলে মহিউদ্দিন মোল্লা (পলাতক)।
সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৬ এপ্রিল বিকেল পৌনে ৪টার দিকে খুলনা র‌্যাবের একটি দল ডুমুরিয়া থানাধীন চুকনগর বাজারের পাশে মেসার্স সুজন ট্রেডার্সের সামনে পৌঁছালে কতিপয় যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা সেখান থেকে রিপন শেখ, শাহিন মোড়ল, ও মহিউদ্দিন মোল্লাকে আটক করে। র‌্যাব সদস্যরা রিপন শেখের প্যান্টের পকেট থেকে ৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করে যার বর্তমান বাজার মূল্য আট লাখ টাকা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আরও তিন আসামির নাম উল্লেখ করে বলে পুলিশের দাবি। এ মামলায় তাদেরকে সহযোগী আসামি করা হয়। তারা হলো মিজানুর রহমান, আ. ছালাম ও মো. কামাল। ওই দিনে র‌্যাবের ডিএডি মো. অহিদুল ইসলাম বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৫ সেপ্টেম্বর ডুমুরিয়া থানার এসআই মো. আশিকুল আলম তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। এ মামলায় মোট ১১ জন সাক্ষ্য দিয়েছেন।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া