X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বিস্কুট-নুডুলসসহ ৩০ কোটি টাকার সরঞ্জাম পুড়ে ছাই

ফেনী প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৭

ফেনীতে স্টার লাইন ফুড কারখানায় আগুন লেগে পাঁচটি শেড পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মীরা সাড়ে সাত ঘণ্টা চেষ্টায় আগুন নিভিয়েছেন। তবে এরই মধ্যে ফ্যাক্টরিতে থাকা কাগজের কার্টন, সেমাই, নুডুলস, বিস্কুট ও মিষ্টির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে কেউ হতাহত  হয়নি। কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, অগ্নিকাণ্ডে তাদের অন্তত ৩০ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি  বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে বলে তিনি জানান। স্টার লাইন ফুড কারখানায় আগুন

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টা দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে কাশেমপুরে অবস্থিত স্টর লাইন ফুড এর কার্টুন ফ্যাক্টরিতে আগুন লাগে। পরে তা চারপাশে ছড়িয়ে পড়ে। ফেনী ছাড়াও সোনাগাজী, ছাগলনাইয়া ও ফুলগাজী ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ করে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকেরা বলেন, কারখানার কার্টনের ইউনিট থেকে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। নিচের দিক থেকে ওপরে দ্বিতীয় ও তৃতীয় তলার দিকে আগুন যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রমিকদের স্বজনেরা কারখানার সামনে ভিড় জমান। এ সময় ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ ও র‌্যাবও উদ্ধারকাজে সহায়তা করেছে। স্টার লাইন ফুড কারখানায় আগুন

স্টারলাইন ফুড এর নির্বাহী পরিচালক মো. জাফর উদ্দিন  জানান, এ ঘটনায় ৩০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। বাজারে যাওয়ার জন্য অপেক্ষায় থাকা কোটি কোটি টাকার শুকনো খাদ্য ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। তিনি দমকল বাহিনীর বরাত দিয়ে বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কারখানার কেক কারিগর আবুল হোসেন বলেন, আগুন লাগার ঘটনায় শ্রমিকেরা দুশ্চিন্তায় পড়েছেন। কাজ বন্ধ থাকলে বেতন বন্ধ হয়ে যায় কি না, এই ভয়ে আছেন তারা।

আরও পড়ুন- স্টার লাইন বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ