X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হাফিজের প্রত্যাখ্যান, পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে কারা?

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৪

দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন পাকিস্তানের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়ে। তবে প্রাপ্তি আরও বাকি ছিল মোহাম্মদ রিজওয়ানের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন এই উইকেটকিপার। আজ (বুধবার) ঘোষিত চুক্তি তালিকায় ‘প্রমোশন’ পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ফাওয়াদ আলমও। তবে চুক্তির প্রস্তাব পেয়েও প্রত্যাখ্যান করেছেন মোহাম্মদ হাফিজ।

চতুর্থ ক্রিকেটার হিসেবে পিসিবির ২০২০-২১ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির ক্যাটগরি ‘এ’তে জায়গা পেয়েছেন রিজওয়ান। এই এলিট ক্লাবের অন্য তিনজন হলেন- অধিনায়ক বাবর আজম, সাবেক অধিনায়ক আজহার আলী ও বাঁহাতি পেসার শাহীন আফ্রিদি।

গত বছরের মে মাসে চুক্তি ঘোষণার পর থেকে এবারের নতুন চুক্তির আগপর্যন্ত টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক রিজওয়ান। এই সময়ে ৭ টেস্টে ৫২.৯০ গড়ে করেছেন ৫২৯ রান। অন্যদিকে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ৬৫ গড়ে ৩২৫ রান করে, যার স্ট্রাইকরেট প্রায় ১৩৯। উইকেটের পেছনে টেস্টে ১৬, ওয়ানডেতে ৩ ও টি-টোয়েন্টিতে ৮টি ডিসমিসাল করা রিজওয়ান নিউজিল্যান্ডে একটি টেস্টে নেতৃত্বও দিয়েছেন বাবরের অনুপস্থিতিতে।

এই উইকেটকিপারের মতো উন্নতি হয়েছে ফাওয়াদের। ঘরোয়া চুক্তির ‘এ প্লাস’ থেকে কেন্দ্রীয় চুক্তির ক্যাটাগরি ‘সি’তে ঢুকে গেছেন তিনি। এই বাঁহাতি ব্যাটসম্যান নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি সেঞ্চুরিতে ৬ টেস্টের ১১ ইনিংসে করেছেন ৩০২ রান। যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলার পুরস্কার হিসেবে জিতেছেন পিসিবির ব্যক্তিগত পারফরম্যান্স অ্যাওয়ার্ড।

ক্যাটাগরি ‘সি’তে ফাওয়াদের সঙ্গে আছেন ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, নাসিম শাহ ও উসমান শিনওয়ারি। আর ক্যাটাগরি ‘বি’তে রয়েছেন আবিদ আলী, আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ আব্বাস, সরফরাজ আহমেদ, শাদাব খান, শান মাসুদ ও ইয়াসির শাহ।

এদিকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব পেয়েও প্রত্যাখ্যান করেছেন হাফিজ। তাকে ক্যাটাগরি ‘সি’তে রাখার প্রস্তাব করেছিল পিসিবি। অভিজ্ঞ এই অলরাউন্ডের চুক্তিতে না থাকার বিষয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, ‘মোহাম্মদ হাফিজ এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন, এতে আমি হতাশ। যদিও তার সিদ্ধান্তে আমি পূর্ণ শ্রদ্ধা জানাচ্ছি। সে আমাদের সেরা পারফর্মার। আশা করছি সে তার ফর্ম ধরে রাখবে।’

ক্যাটাগরি ‘এ’: আজহার আলী, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন আফ্রিদি।

ক্যাটগরি ‘বি’: আবিদ আলী, আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ আব্বাস, সরফরাজ আহমেদ, শাদাব খান, শান মাসুদ, ইয়াসির শাহ।

ক্যাটাগরি ‘সি’: ফখর জামান, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, নাসিম শাহ, উসমান শিনওয়ারি।

ইমার্জিং প্লেয়ার্স ক্যাটাগরি: হায়দার আলী, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ