X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

নাসিরের ভয়, ‘তামিমা না ভুল কিছু করে বসে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:২০

গত কয়েক দিন সামাজিক যোগাযোগমাধ্যম উত্তাল নাসির হোসেনের বিয়ে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে, নাসিরের স্ত্রী তামিমা তাম্মি নাকি আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন। জল গড়িয়েছে অনেক দূর। ইতোমধ্যে তামিমার প্রথম স্বামী রাকিব হাসান মামলা করেছেন। এরমধ্যেই নিজেদের অবস্থান তুলে ধরতে আজ (বুধবার) সংবাদ সম্মেলন করেছেন নাসির ও তামিমা।

সেখানেই বাংলাদেশের জার্সিতে ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলা নাসির জানিয়েছেন, তারা ভুল কিছু করেননি, সবকিছু নিয়ম মেনেই করেছেন। ক্রিকেট ক্যারিয়ারজুড়ে নানা বিতর্ক সঙ্গী করে চলা ডানহাতি এই অলরাউন্ডারের শঙ্কা, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে আপত্তিকর বক্তব্য ও মন্তব্য করা হচ্ছে, তাতে তার স্ত্রী তামিমা ভুল করে খারাপ কিছু করে বসতে পারেন।

বনানীর সংবাদ সম্মেলনে নাসির বলেছেন, ‘আমি না হয় ন্যাশনাল টিমের খেলোয়াড়, আমাকে মানুষ ভালোবাসে আবার খারাপভাবেও দেখে। আমি না হয় মেনে নিতে পারি, কিন্তু তামিমা তো এই কালচারের না। এটা ওর জন্য অনেক কঠিন। ওকে (তামিমা) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদে যেসব লেখা হচ্ছে, আমার মনে হয় না ও সেটা ভালোভাবে নিতে পারছে।’

এরপরই বললেন তার শঙ্কার কথা, ‘আমি এক সেকেন্ডের জন্যও তামিমা থেকে আলাদা হইনি। কারণ, আমার ভয় লাগছে ওকে নিয়ে। কেননা, এসবের জন্য ও যেকোনও ভুল সিদ্ধান্ত নিতে পারে। আমি এতটুকু বলবো, আজ যেটা তামিমার সঙ্গে হচ্ছে কাল আপনার বা আপনার কারও সঙ্গে হতে পারে।’

তামিমার আগে একবার বিয়ে হয়েছিল, বিষয়টা জেনেই নাসির তাকে গ্রহণ করেছেন। তাই এই ক্রিকেটারের অনুরোধ, ‘হ্যাঁ, ও ছোটবেলায় ভালোবেসে বিয়ে করেছে, করতেই পারে। তো এখন কি ওর হ্যাপি থাকার অধিকার নেই? অবশ্যই আছে। আমি ওকে খুব ভালোভাবেই চিনি। সব জেনেই ওকে গ্রহণ করেছি। আমার একটাই কথা, যে নিউজই করেন না কেন পুরোটা সঠিকভাবে জেনে করুন।’

নাসিরের স্ত্রীর প্রথম স্বামী রাকিবের দাবি, তামিমা তাকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন। যদিও নাসিরের দাবি ভিন্ন, ‘রাকিব সাহেব যেসব বলেছেন, সেসব ঠিক না। আগে তামিমা উনার ছিল, এখন তামিমা আমার। তাই আমার স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করলে কাউকেই ছাড় দেবো না এবং সেটা আইনের মাধ্যমে।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমরা যা করেছি সবাইকে জানিয়ে করেছি। লুকোচুরি তো করিনি। সে (রাকিব) সোশ্যাল মিডিয়াতে এসে যেসব করছে এসব ঠিক হয়নি। আমার বেলায় এমন হলে আমি সোজা থানায় গিয়ে মামলা করতাম।’

মামলা হয়েছে। আজ (বুধবার) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে রাকিব মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে আদেশ জানাবেন বলেন জানিয়েছেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকার মাধ্যমে তিনি ঘটনার বিষয়ে সম্পূর্ণ জেনেছেন।

মামলায় অভিযোগ করা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই নাসিরকে বিয়ে করেছেন তামিমা; যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ।

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তামিমার প্রথম স্বামী রাকিব। জিডিতে উল্লেখ করা হয়, ‘তামিমার সঙ্গে রাকিবের ১১ বছরের সংসার। দুই জনের ৮ বছরের একটি মেয়ে সন্তান আছে। কিন্তু সব ফেলে নাসিরকে বিয়ে করে তামিমা।’

/আরআই/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়