X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

উপাচার্য নেই, স্থবির হয়ে পড়েছে হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম 

হাবিপ্রবি প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৮
audio

উপাচার্য না থাকায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। গত মাসে (১২ জানুয়ারি) নিয়োগসহ নানা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা উপাচার্য বাস ভবনের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করলে সেদিন মধ্যরাতে (১৩ জানুয়ারি) উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার ১৮ দিন আগেই ক্যাম্পাস ত্যাগ করেন হাবিপ্রবির ষষ্ঠ উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল কাসেম।

ক্যাম্পাস ত্যাগ করার পূর্বে উপাচার্যের রুটিন দায়িত্ব বুঝিয়ে দিয়ে যান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদারকে। তিনি না থাকলেও রুটিন উপাচার্যের দায়িত্বে থাকা অধ্যাপক বিধান চন্দ্র হালদার কিছুটা প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

কিন্তু গত ৩১ জানুয়ারি প্রফেসর ড. মুহাম্মদ আবুল কাসেমের উপাচার্যের মেয়াদ পূর্ণ হবার সাথে সাথে আদেশ অনুযায়ী রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র হালদারের দায়িত্বও শেষ হয়ে যায়। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে ২১ দিন নতুন করে কাউকে রুটিন উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়নি। তবে গত সোমবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে রুটিন উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদারকে দায়িত্ব দেওয়া হয়। এমন পরিস্থিতিতে তিন সপ্তাহ ধরে উপাচার্যের পদ শূণ্য থাকায় এবং ২১ দিন রুটিন উপাচার্য না থাকায় হাবিপ্রবির প্রসাশনিক এবং একাডেমিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।

এদিকে, গত ২৩ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের কোন উপাচার্য না থাকায় পরীক্ষার ফল প্রকাশ, মূল সনদপত্র উত্তোলন, অর্থ সংক্রান্ত অনুমোদন, একাডেমিক সভা,শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি, বেতন ভাতা ও ঋণ পাস, বিদেশ গমন, বিভিন্ন সভা-সেমিনার আয়োজন, নিয়োগসহ নানা গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে রয়েছে। বিপাকে পড়েছেন আনসার এবং মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। কেননা, এসব কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্য না থাকায় বেতন-ভাতা পাবেন না। এছাড়াও উপাচার্যের অনুমোদন ব্যতীত বিভিন্ন অনুষদ এবং বিভাগের প্রয়োজনীয় উপকরণ সামগ্রী ক্রয় করা যাচ্ছে না।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. খালিদ হোসেন বলেন, 'আমরা চাই দ্রুত উপাচার্য নিয়োগ হোক। নতুবা প্রশাসনিক কার্যক্রম গতিশীল হবে না।'

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্ব থাকা মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ ফজলুল হক বলেন, 'উপাচার্য না থাকায় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। কারণ উপাচার্য না থাকলে রিজেন্ট বোর্ড বা একাডেমিক কাউন্সিলের মাধ্যমে আমরা কোনও একাডেমিক সিদ্ধান্ত নিতে পারবো না।'

এ ব্যাপারে নতুন দায়িত্বপ্রাপ্ত রুটিন উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার বলেন, 'ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হচ্ছে না। যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়মিত প্রমোশন-আপগ্রেডশন ব্যাহত হচ্ছে। এছাড়াও উপাচার্যদের পদ শূন্য এবং গত ২১ দিন উপ-উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। আশা করি শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি হাবিপ্রবিতে উপাচার্য নিয়োগের ব্যাপারটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। তবে অন্তবর্তীকালীন সময়ের জন্য আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে,আমি যেন তা যথাযথভাবে পালন করতে পারি এ জন্য সকলের সহযোগিতা চাই।'

বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরাও দ্রুত উপাচার্য নিয়োগের দাবি করেছেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ