X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

২টি জনপ্রিয় গান অবলম্বনে ৬ নাটক

বিনোদন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৩

বাংলাদেশে নির্মিত তারকাবহুল ৬টি বিশেষ নাটক মুক্তি পেতে যাচ্ছে ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ গ্লোবাল-এ। মজার তথ্য হলো, দুটি জনপ্রিয় বাংলা গানের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ফিকশনগুলো।

অন্যদিকে এই কাজগুলোর মাধ্যমে ঢাকার একঝাঁক নির্মাতা ও শিল্পী নিজেদের মেলে ধারতে পারছে বিশ্ববাজারে। এমনটাই মনে করছে জি ফাইভ সংশ্লিষ্টরা।

রোমান্স, প্রহসন, ব্যঙ্গ ও রোমাঞ্চকর ধাঁচের এই ফিকশনগুলোতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিন জাহান, জিয়াউল ফারুক অপূর্ব, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিন, শিবা আলী খান, সারিকা সাবাহ, অহনা রহমান প্রমুখ।

ফেব্রুয়ারি বাংলাদেশে যেমন বসন্তের মাস তেমনি ভালোবাসারও। আর ভালোবাসা নিয়ে জনপ্রিয় দুটি গান ‘পিরিতি কাঁঠালের আঠা’ এবং ‘হৃদ মাঝারে রাখবো’র ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই নাটকগুলো।

‘পিরিতি কাঁঠালের আঠা’ মানে ভালোবাসার বন্ধন কাঁঠালের আঠার মতো জোরালো। জনপ্রিয় এই বাউল গানের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে মিজানুর রহমান আরিয়ানের ‘তোমার টানে’, মেহেদী হাসানের ‘২৫২১’ এবং মোহন আহমেদের ‘বিয়ে শাদী’ নাটক ৩টি।

অন্যদিকে ‘হৃদ মাঝারে রাখবো’র ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে শাখাওয়াত মানিকের ‘চেনা মুখ, অচেনা ঠিকানা’, মেহেদী হাসানের ‘হাই ভলিউম’ এবং সোহেল হাসানের ‘নো প্রেম নো বিয়ে’।

জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “আমাদের প্রথম বাংলাদেশি অরিজিনাল ‘মাইনকার চিপায়’ ও WTFry ভালো সাড়া ফেলেছে। এবার বাংলাদেশের অন্যতম নির্মাতা এবং জনপ্রিয় শিল্পীদের নিয়ে ৬টি নাটক চূড়ান্ত করতে পেরে আমরা আনন্দিত। দেশের সব মানুষ যেন স্থানীয়ভাবে নির্মিত এই নাটকগুলো উপভোগ করতে পারেন এজন্য বিনামূল্যে কনটেন্টগুলো দেখানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই নাটকগুলো আন্তর্জাতিক দর্শকদের বাংলাদেশি কনটেন্টের প্রতি আকৃষ্ট করবে বলেও আমাদের প্রত্যাশা।”

জি ফাইভ অ্যাপে আগামী ২৬ ফেব্রুয়ারি ‘জি ড্রামা টাইম’ নামে নতুন বিভাগে মুক্তি পাবে কাজগুলো।

জি ফাইভ হলো বিশ্ব মিডিয়া ও বিনোদন জগতের অন্যতম প্রতিষ্ঠান জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড (জিল) পরিচালিত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। ২০১৮ সালের অক্টোবরে ১৯০টির বেশি দেশে কার্যক্রম শুরু করে জি ফাইভ। হিন্দি, ইংরেজি, বাংলা, মালয়ালাম, তামিল, তেলেগু, কন্নাডা, মারাঠি, ওড়িয়া, ভোজপুরি, গুজরাটি ও পাঞ্জাবি এবং ছয়টি আন্তর্জাতিক ভাষার- মালয়, থাই, বাহাসা, জার্মান, রাশিয়ান ও আরবি কনটেন্ট রয়েছে প্ল্যাটফর্মটিতে। জি ফাইভ-এ রয়েছে ১ লাখ ৩০ হাজার ঘণ্টার বেশি অন ডিমান্ড কনটেন্ট এবং ৪৫টি লাইভ টিভি চ্যানেল।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়