X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দাহ্য পদার্থ দিয়ে ২০টি গাছ মেরে ফেলার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৯

জমির মালিকের ইচ্ছা পূরণ করতে পরিকল্পিতভাবে সড়কের গাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। সাতক্ষীরা সদর উপজেলার বেতলার মোড় এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অন্তত ২০টি গাছ পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। এ কাজে জড়িত ব্যক্তির নাম পরিচয় না পাওয়া গেলেও পাওয়া গেছে একটি মোবাইল নম্বর। গাছগুলো যে জমিতে ছিল সেখানে একটি সাইনবোর্ড আছে। প্যানা ব্যানার ও টিনের সাইনবোর্ডে পৃথকভাবে লেখা হয়েছে-এই জায়গা ভাড়া দেওয়া হইবে।

জায়গাটির আয়তন ১০ কাঠার মতো। সেখানে বালু দ্বারা ভরাট করা হয়েছে। সেখানে থাকা গাছগুলোকে মেরে ফেলা হয়েছে। অথচ সড়ক বিভাগ এ ব্যাপারে কিছুই জানে না। জানে না বনবিভাগও।

স্থানীয়রা জানান, সড়কের দুই পাশের গাছগুলো জীবন্ত। সাইনবোর্ড স্থাপনকৃত ওই জমির সড়ক সীমানার উত্তর-দক্ষিণ পাশের গাছগুলোও জীবন্ত। শুধু মেরে ফেলা হয়েছে জমির সীমানা সংলগ্ন সড়ক বিভাগের ২০টি বড় গাছ। কোনও দাহ্য পদার্থ ছাড়া এভাবে একসঙ্গে ২০টি গাছ মরতে পারেনা বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের মতে,, গাছগুলো হত্যা করে সেখানে কোনও স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছেন জমির মালিক। যে কারণে প্রায় ১০ লাখ টাকা মূল্যের সরকারি গাছের জীবন দিতে হলো জমির মালিকের ইচ্ছা পূরণ করতে।

এ ব্যাপারে জমির মালিক শেখ আফজাল হোসেন মোবাইল ফোনে বলেন, জায়গাটি ছিল খানা-খন্দে ভরা। ওই জায়গায় সাতক্ষীরা পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হতো। পরে বালু দিয়ে ভরাট করা হয়েছে। গাছগুলো আগে থেকে মরা ছিল। কি কারণে গাছগুলো মরে গেছে তা তিনি বলতে পারেননা।

সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট সেকশনাল অফিসার তরিকুল ইসলাম মোবাইল ফোনে বলেন, একসঙ্গে ২০টি গাছ মরে যাওয়ার বিষয়টি তার জানা নেই। তিনি তার অফিসে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, অফিসে আসেন, অফিসে আসলে বিষয়টি জানা-বোঝা করা যাবে।

 

/এসটি/
সম্পর্কিত
নিরাপদ পানির দাবিতে নদীতে কলস ভাসিয়ে প্রতিবাদ
পানি আনতে স্কুল ফুরায়
জনপদজুড়ে সুপেয় পানির হাহাকার
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!