X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিএনপি এখন বিবৃতি দেওয়ার দল: ওবায়দুল কাদের

পাবনা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৬

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি এখন বিবৃতি দেওয়ার দল। বিএনপি কখনও ঐক্যবদ্ধ হতে পারবে না। তারা শুধু পারে নিজেদের মধ্যে কলহ তৈরি করতে। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে নানাভাবে গভীর ষড়যন্ত্র করে যখন ব্যর্থ, তখন তারা আল জাজিরা টেলিভিশনের ওপর ভর করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে আওয়ামী লীগের ক্ষতি নয় বরং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে। দেশের মানুষ এটা ভালোভাবে নিতে পারেনি। এই নিকৃষ্ট ও জঘন্য কাজের পাওনা তারা সময়মতো পাবে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে আওয়ামী লীগকে চিরতরে নির্মূল করতে চেয়েছিল। কিন্তু জাতির জনকের যোগ্য উত্তরসূরী শেখ হাসিনার দক্ষতা ও বিচক্ষণতার মধ্য দিয়ে আওয়ামী লীগ আজ সারাদেশে জনবান্ধব দলে পরিণত হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে আপনারা দেখেছেন আওয়ামী লীগের জনপ্রিয়তা। বিএনপির মহাসচিবের নিজ এলাকায় আওয়ামী লীগের নারী প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছেন।

পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন

এর আগে চাটমোহর বালুচর খেলার মাঠে দুপুর ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখোর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

তিনি বিএনপির উদ্দেশে বলেন, জিয়াউর রহমান অস্ত্র ঠেকিয়ে অবৈধভাবে ক্ষমতা নিয়েছিল। জিয়া-খালেদা-এরশাদ-নিজামী ক্ষমতায় এসেছিল জনগণকে শোষণ করে নিজেদের আখের গোছানোর জন্য। আর দেশের স্বাধীনতা দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি মানুষের অর্থনৈতিক মুক্তি দেওয়ার আগেই ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে। নানা ষড়যন্ত্র ভেদ করে জাতির জনকের কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছেন। দেশ আজ ডিজিটালের মহাসড়কে অবস্থান করছে। টানা তিনবারের ক্ষমতায় আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন ও কর্মকাণ্ড করছে, যা দেশ স্বাধীনের পর কোনও সরকার করেনি।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন  স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, পাবনা-সিরাজগঞ্জ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সৈয়দ আব্দুল আওয়াল শামীম, নুরুল ইসলাম ঠান্ডু, কেন্দ্রীয় নেত্রী মেরিনা জাহান কবিতা।

সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী, জনপ্রতিনিধি,  মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেলে শুরু হয় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া