X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কলেজছাত্রীদের উত্ত্যক্তকারী সেই ‘সেয়ানা পাগল’ এখন কারাগারে

বরিশাল প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২০

পাগলের বেশ ধরে বরিশাল নগরীতে কলেজছাত্রীসহ নারীদের উত্ত্যক্তকারী সেই যুবককে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। ইব্রাহিম ফরাজিকে সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিএম কলেজ এলাকা থেকে আটক করা হয়। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে একটি পেন্ডিং মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে তাকে। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামে।

সে দীর্ঘদিন ধরে পাগলের বেশ ধরে নগরীতে ঘোরাফেরা করা অবস্থায় স্কুল-কলেজের ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারীদের উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ফেসবুকে তুলে ধরে পুলিশের সাহায্য চান একাধিক নারী।

বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খানের নজরে এলে তিনি ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরপরই পুলিশের মিডিয়া ইউনিট বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করে।

কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, ইব্রাহিম ফরাজী পাগলের বেশ ধরে নারীদের উত্ত্যক্ত করলেও তার মূল পেশা হচ্ছে চুরি। সে বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিএম কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরি করার লক্ষ্য ছিল চুরি করা। সে শিক্ষা প্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের গা-ঘেঁষে চলাসহ তাদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল।

জানা যায়, ওই যুবক অন্তত ১০ জন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেছে। সর্বশেষ গত সোমবার বিএম কলেজ ক্যাম্পাসে অনার্স তৃতীয় বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানি করলে তাকে ধাওয়া দেয় শিক্ষার্থীরা।

এসব অভিযোগ তুলে ধরে একাধিক শিক্ষার্থী ওই যুবকের ছবি-সংবলিত একটি লেখা ফেসবুকে পোস্ট করলে বিষয়টি পুলিশ কমিশনারের নজরে আসে।

ওসি আরও জানান, কমিশনারের নির্দেশ পাওয়ার পর রাতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ছদ্মবেশে নারীদের উত্ত্যক্ত করার বিষয়টি স্বীকার করেছে সে। একই সঙ্গে জানিয়েছে, তার মূল পেশা হচ্ছে শিক্ষার্থী এবং বিনোদন কেন্দ্রে ঘুরতে আসা মানুষের মালামাল চুরি করা। ওই যুবককে একটি পেন্ডিং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া