X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিঃসঙ্গ বয়োজ্যেষ্ঠদের সঙ্গ দিলেন ফকির আলমগীর

গাজীপুর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:৫৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪১

কিংবদন্তি গণসংগীত শিল্পী ফকির আলমগীরের ৭১তম জন্মদিন ছিল রবিবার (২১ ফেব্রুয়ারি)। দিনটিকে ঘিরে ঢাকার অদূরে কয়েকজন নিঃসঙ্গ বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে অন্যরকম একটা দিন পার করলেন এই মুক্তিযোদ্ধা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা থেকে ফকির আলমগীর ছুটে যান মনিপুর বিশিয়া কুড়িবাড়ি এলাকার বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। সেখানে থাকা বয়োজ্যেষ্ঠদের নিয়ে ‘আনন্দ আয়োজন’ শিরোনামে ৭১তম জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতা পালন করেন তিনি।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। তিনি বলেন, ‘ফকির আলমগীর এমন একজন মানুষ, যিনি সবসময় স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সংগীতের মাধ্যমে লড়াই করে গেছেন। তাঁর আমন্ত্রণে এই বিশেষ জন্মদিনে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

নিঃসঙ্গ বয়োজ্যেষ্ঠদের সঙ্গ দিলেন ফকির আলমগীর মন্ত্রী আরও বলেন, ‘বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে যারা আছেন, আমরা জানি একা বসবাসের কি যে যন্ত্রণা। এই মানুষগুলোর সঙ্গে শহরের একজন বিশিষ্ট শিল্পীর জন্মদিন উদযাপন করতে পেরে আমি আনন্দিত।’

ফকির আলমগীর তাঁর ৭১তম জন্মদিনের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘যাদের জীবন অবহেলিত ও বিপন্ন, যারা একাকিত্ববোধ করেন, যারা নিরানন্দবোধ করেন, তাঁদের সাথে জন্মদিন উদযাপন করার বিষয়ে আমি আগেই ঘোষণা দিয়েছি। গত বছর জাতীয় জাদুঘরে যখন ৭০তম জন্মদিন করেছিলাম, তখন একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলেছিলাম, আর কোনও চাকচিক্য বা আধুনিক আলোকোজ্জ্বল সমাবেশে আমার জন্মদিন করবো না। যতদিন বেঁচে থাকবো কখনও বৃদ্ধাশ্রম, কখনও পথশিশু, কখনও কুলি, কখনও মজুরের সঙ্গে একাত্ম হয়ে আমি আমার জন্মদিন পালন করবো।’

শিল্পী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা জলপাই রঙের এই বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমার ৭১তম জন্মদিনটি তাঁরই স্মৃতির উদ্দেশে উৎসর্গ করলাম।’

এরপর তিনি দেশাত্মবোধক একটি গান গাওয়ার মাধ্যমে কেন্দ্রের অশীতিপর (আশিরও অধিক বয়স্ক) বাসিন্দা আব্দুল হালিমের গায়ে জাতীয় পতাকা জড়িয়ে দেন।

নিঃসঙ্গ বয়োজ্যেষ্ঠদের সঙ্গ দিলেন ফকির আলমগীর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খতিব আব্দুল জাহিদ মুকুলের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী সালমা বেগম সুজাতা, কণ্ঠশিল্পী খুরশিদ আলম, পল্লীমা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমান ময়না, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকি প্রমুখ।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!