X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইউরোপ: করোনা ও শীত

দাউদ হায়দার
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২১

দাউদ হায়দার সব দোষ নন্দ ঘোষ। নন্দর নাম করোনা। শীত কেন বাড়ন্ত, মূলে করোনা। আবহাওয়া বিশারদকুল বলছেন, কেবল পূর্ব-পশ্চিম ইউরোপ নয়, গোটা বিশ্বেই করোনার দৌলতে আবহাওয়ারও পরিবর্তন। এক বছরে আকাশ বাতাস বনবাদাড় নদনদী সমুদ্র বিগত বছরগুলোর চেয়ে দূষণমুক্ত। উষ্ণতার চেয়ে শীত বেড়েছে, যেমন হওয়া উচিত।

করোনায় হাজার হাজার মানুষ মরেছে এবং মরছে দেশে দেশে, প্রকৃতি পরিবেশবাদীরা দুঃখশোক প্রকাশিত করেও করোনার অদৃশ্য মাহাত্ম্যের গুণগানও মৃদুস্বরে, এমনই শোনা গেলো জার্মানির এমডিআর টিভি চ্যানেলের টকশোয়ে। একজন বক্তা বললেন, করোনা নানা দোষে দোষী, নন্দ ঘোষ (শেডলিংমান), কিন্তু মানতেই হবে করোনা আমাদের শায়েস্তা করছে, তবে প্রকৃতির পাওনা ও দাবির জন্য মরিয়া, বাহবা পেতেই পারে। আরেকজনের বয়ান, ‘ঠিকই, করোনা আমাদের নিয়ন্ত্রণ করছে, প্রকৃতি কৃতজ্ঞ।’ শীতের বাড়বাড়ন্তে তাহলে করোনার ভূমিকাও তুল্যমূল্য।

রাশিয়াসহ নর্ডিক দেশে, পূর্ব ইউরোপে শীতের প্রকোপ এমনিতেই বেশি, পশ্চিম ইউরোপে অস্ট্রিয়া, সুইজারল্যান্ড এবং দক্ষিণ জার্মানির কিছু অঞ্চলে এবার যোগ হয়েছে বেনেলুক্স (বেলজিয়াম-নেদারল্যান্ডস-লুক্সেমবার্গ) স্পেন ইতালির বহু অঞ্চল। এমনকি দক্ষিণ পর্তুগাল, গ্রিসের পূর্বাঞ্চল, মধ্য ও পশ্চিম তুরস্ক, কসোভো-বসনিয়া থেকে আর্মেনিয়া। ইউক্রেন, আজারবাইজান, তাজাকিস্তানে ডজন দুয়েক মানুষের মৃত্যুর খবর মিডিয়ায়, বহু বাড়িঘর ধসে পড়েছে বরফের চাঁড়ে। ছাদে বরফ জমতে জমতে পাহাড়। অসহ্য ভারে ছাদ ধস। বিদ্যুৎ সরবরাহ, ঘরের হিটার, গরম জল সবকিছু বিপর্যস্ত। বেনেলুক্সে একটানা দুই ঘণ্টা তুষারপাত হলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস কলকারখানা বন্ধ হয়। গত চার দিনে জনজীবনে হা-হুতাশ, ট্রামবাস-পাতালরেল অধিকাংশ বন্ধ।

গত এগারো বছরে বেনেলুক্সে, মধ্য ইতালি, মধ্য স্পেনের বহু অঞ্চলে তুষারপাতের তেমন রেকর্ড নেই, শীতও অনেকটাই বঙ্গীয়, হাড়কাঁপুনি নয়, হিটার ছাড়াই সহনীয়, ভিন্নদৃশ্য এখন।

হল্যান্ডের রাজধানী দ্য হেগ (এবং বড় শহর, যেমন: আমস্টারডাম, রটোরডাম), সমুদ্রতীরবর্তী (নেদারল্যান্ডস সমুদ্রের ছয় ফুট নিচে, সামুদ্রিক ভূগোলে) অধিকাংশ সময়ই বৃষ্টি কবলিত, ঝড়ো বাতাস, তুষারপাত কালেভদ্রে, রেহাই নেই এবার করোনার, যশোরের ভাষায়, ‘জারে গোঁফ-দাড়ি শাদা।’ জার শব্দটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় আরো দেশীয়, প্রাণবন্ত।

দক্ষিণ ফ্রান্স ছাড়া উত্তর ফ্রান্সে, ফ্রান্সের রাজধানী প্যারিসে শীতের দাপট প্রকোপ নয়, তুষারপাত হলে টিভি চ্যানেলে বড় খবর, শিল্পী শাহাবুদ্দিন টেলিফোনে জানালেন, ‘রাস্তাঘাট বরফে আচ্ছন্ন, এনজয় করছি। সব শীতে তুষারপাত হয় না।’ শাহাবুদ্দিনের স্ত্রী লেখিকা আনার ইসলামের কথা, ‘তুষারপাতে আমার ঘর থেকে আলোকিত আইফেল টাওয়ার দেখা যাচ্ছে না।’

এতটাই তুষারপাত, জার্মানি হল্যান্ড বেলজিয়াম ফ্রান্স অস্ট্রিয়ার দূরপাল্লার ট্রেন বন্ধ, প্লেনও বন্ধ। পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত। জার্মানির আটটি রাজ্যে গাড়ি-ট্রেন প্রায় অচল, বরফে সব ঢাকা। জার্মান যোগাযোগ-পরিবহনমন্ত্রী আন্দ্রেয়াস শিউয়ার অনুরোধ করেছেন, উত্তর এবং মধ্য জার্মানির মধ্যকার রাজ্যের মানুষ যেন যাতায়াতে রেশ টানেন। পথে বিপদ (গাড়িতে/বরফে)। ফ্রান্স-সুইজারল্যান্ড সীমান্তের চেহারা আমরা দেখেছি। গাড়িতে চলাচলে বরফপাহাড়ে আটকা, প্রায় ৫০ জন অসুস্থ। হাসপাতালে ভর্তি। ১১ জনের অবস্থা সঙ্গিন। চিকিৎসাধীন। আরো আছে। বহু রাস্তায় দুর্ঘটনা, গাড়ি বেগতিক, মৃত্যুর সংখ্যা বাড়ছে।

বছরের শেষদিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, ৩-৪ ফেব্রুয়ারি থেকে মারাত্মক বিপর্যয় শুরু হবে। কতটা, আন্দাজ করিনি। টের পাচ্ছি হাড়েমজ্জায়। ৪ ফেব্রুয়ারি থেকে হালকা তুষারপাত। ৫ থেকে অঝোরে। চলছে তো চলছেই। রাস্তাঘাটে (বার্লিনে) ২১ ইঞ্চি বরফ। সকাল থেকে রাত, রাত থেকে সকাল-দুপুর-সন্ধ্যা-রাতে সিটি করপোরেশনের কর্মীরা নাজেহাল, তুষার পরিষ্কারে। কিছুই হচ্ছে না। আধঘণ্টা পরেই আবার তুষারাচ্ছন্ন পথঘাট। জীবন, জনজীবন বিধ্বস্ত। করোনায় সবকিছু বন্ধ, ফার্মেসি এবং গ্রোসারি (খাবারের দোকান) খোলা। ক্রেতা নেই। সামান্য। পথে হাঁটুসমান বরফ। চলাফেরা দুষ্কর। চলতে গিয়ে দুমদাম পড়ছে। অ্যাম্বুলেন্সের গাড়ি আসছে। প্রথম প্রশ্ন–‘করোনায় আক্রান্ত?’

তুষারে আক্রান্ত ইউরোপ (আরো বহু দেশ), জনজীবন বিধ্বস্ত, ‘মূলে এ বছর করোনার আক্রোশ,’ বলছেন প্রতিবেশিনী, ৮২ বছরের ডেভিডা কোহেন ‘আমরা ইহুদি, ১৯৪৩ সালে আমার মা আইসভিভস ক্যাম্পে এরকম জর্জরিত। শীতেই মারা যান।’

লেখক: কবি ও সাংবাদিক

/এসএএস/এমওএফ/

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষসর্বাধিক

লাইভ