X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বদলে গেলো ইকুরিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৫

ই-কমার্সভিত্তিক কুরিয়ার ও লজিস্টিক সেবাদানকারী প্রতিষ্ঠান ইকুরিয়ার বদলে গেলো। লোগো পরিবর্তন হলো, সেবায় যুক্ত হলো আরও নতুন নতুন শাখা। ইকুরিয়ার সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর কাওরান বাজারের একটি হোটেলে নতুন লোগো উন্মোচন ও যুক্ত হওয়া বিভিন্ন সেবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে সংবাদ সম্মেলন আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর হেড অব ইয়ুথ প্রোগ্রাম মুনির হাসান ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন।

মুনির হাসান বলেন, ক্ষুদ্র থেকে বৃহৎ যেকোনও প্রতিষ্ঠানের ছোট থেকে বড় যেকোনও পণ্য ট্র্যাক-সিস্টেমের আওতায় রেখে পণ্যের নিরাপত্তা নিশ্চিত করাই প্রমাণ করে যে ইকুরিয়ার অন্যান্য ডেলিভারি প্রতিষ্ঠান থেকে আলাদা। প্রতিষ্ঠানটির নতুন সেবাগুলো সত্যিই চমৎকার এবং পণ্য ডেলিভারির ক্ষেত্রে দেশে নতুন এক অধ্যায়ের যাত্রা শুরু করতে যাচ্ছে ইকুরিয়ার।

ইকুরিয়ার’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিপ্লব ঘোষ রাহুল বলেন, ইকুরিয়ার গ্রাহকদের জন্য সব সময় সেরামানের সেবা ও লজিস্টিক সলিউশন্স নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন লোগো ও সেবা বাংলাদেশের অন্যতম লজিস্টিকস কোম্পানি হিসেবে ইকুরিয়ারের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠানে জানানো হয়, ইকুরিয়ার গত ৫ বছর যাবত উন্নত প্রযুক্তি সমৃদ্ধ লজিস্টিক সেবা নিয়ে আসার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে। লজিস্টিক ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজানোর লক্ষ্যে ডেলিভারি সেবায় চালু করেছে অ্যান্ড-টু-অ্যান্ড-৩৬০ পোর্টফলিও। নতুন সেবাগুলো হলো এয়ার পার্সেল, লাইন হল, করপোরেট ডেলিভারি, মার্চেন্ট ডেলিভারি, পার্সন টু পার্সন (পিটুপি) ডেলিভারি এবং ওয়্যারহাউজ সার্ভিস। সব সেবাতেই অ্যান্ড টু অ্যান্ড ট্র্যাকিং সুবিধা রয়েছে যা করপোরেট, মার্চেন্ট এবং সাধারণ গ্রাহককে তাদের সব ধরনের ডেলিভারি চাহিদাকে এক ছাতার নিচে নিয়ে এসেছে। ডেলিভারির গতি বৃদ্ধি, সহজলভ্যতা ও যথার্থতা নিশ্চিত করার জন্যই নতুন এসব সেবা নিয়ে আসা হয়েছে। এছাড়া ওয়্যারহাউজ সেবাটি স্টোরেজ সলিউশনস নিশ্চিত করবে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে লোগো নতুন করে সাজানোর সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। নতুন লোগোর রঙগুলো (নীল, হলুদ, বেগুনী) মূলত যথাক্রমে প্রতিশ্রুতি, উদ্যম আর লক্ষ্যের প্রতিফলন।

 

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!