X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৩

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুর্ঘটনা দুটি ঘটে। দুর্ঘটনার পর তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় আহতরা জানান, সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলায় বুধল নামক স্থানে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে আজিজ খান (২৭) নামের এক যুবক নিহত হন। এসময় আহত হয়েছেন আরও চার জন। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত আজিজ খান জেলা শহরের ফুলবাড়িয়ার হিরু মিয়ার ছেলে। তিনি বিভিন্ন অনুষ্ঠানে সার্ভিস বয় হিসেবে কাজ করতেন। আহতরা হলেন জেলা শহরের শেরপুরের মৃত খলিল মিয়ার ছেলে সবুজ (৩৫), আলী আকবরের ছেলে হাবু (৩০) ও ফুলবাড়িয়ার মৃত সোনার উদ্দিনের ছেলে দুধু মিয়া (৪৫)।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুজ্জামান হিমেল বলেন, দুর্ঘটনার পর আজিজ নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

অপর দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রামরাইল নামক স্থান থেকে মো. শান্ত চৌধুরী নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শান্ত চৌধুরী সরাইল উপজেলার কালিকচ্ছ মধ্যপাড়ার আব্দুর রউফ চৌধুরী ছেলে। তবে শান্তর মৃত্যুর প্রকৃত কারণ জানাতে পারেনি পুলিশ। নিহত শান্ত চৌধুরী সৌদি প্রবাসী ছিলেন। গত নভেম্বর মাসে তিনি দেশে ফেরেন।

ব্রাহ্মণবাড়িয়া খাটি হাতা হাইওয়ে পুলিশের ওসি শাখাওয়াত হোসেন বলেন, সন্ধ্যায় মহাসড়কের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ