X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘১৯৭১’ নির্মাণের ঘোষণা দিলেন ‘দাবাং’ প্রযোজক

বিনোদন ডেস্ক
২৬ জানুয়ারি ২০২১, ১৪:০৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৯:৩৩

ভারতের প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) উপলক্ষে বিগ বাজেটের চলচ্চিত্র নির্মাণের ঘোষণা এলো। যার নাম ‘১৯৭১’।

ছবিটি তৈরি করা হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। আর এটি নির্মাণের ঘোষণা দিয়েছেন ‘দাবাং-৩’ ও ‘বীর দি ওয়েডিং’-খ্যাত প্রযোজক নিখিল দ্বিবেদি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি হলেও এর মূল গল্প থাকবে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর প্রধান স্যাম মানেকশকে ঘিরে।

নিখিল জানান, বেশ বড় পরিসরে চলচ্চিত্রটি তিনি নির্মাণ করতে চান। এই প্রযোজক বলেন, ‌‘‘সত্যিকারের যুদ্ধের ছবি আমাদের নেই। ‘১৯৭১’-এর মাধ্যমে সেটা করতে চাই। যেন এটা ঐতিহাসিক দলিল হয়ে ওঠে। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ধরে এর কাজ করতে চাই।’’

আরও একটু যোগ করে এর গল্প প্রসঙ্গে বলেন, ‘উত্তর আধুনিক যুগে কীভাবে জয়ী হতে হয়, সেটা ভারত দেখিয়েছে। শুধু সম্মুখ যুদ্ধ নয়, ১৯৭১ সালের ঘটনা হলো রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সফল একটি যুদ্ধ। ছবিতে দুটো যুদ্ধ সমান্তরালভাবে চলবে। এখানে সমরের পাশাপাশি মনস্তাত্ত্বিক যুদ্ধও তুলে ধরা হবে।’

জানা যায়, বর্তমানে এর পাণ্ডুলিপি ও শিল্পী চূড়ান্তের কাজ চলছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে সবার নাম শিগগিরই ঘোষণা করতে চান এই প্রযোজক।

সূত্র: পিআইবি

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’