X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যে কারণে প্রশংসায় ভাসছে ‘জানোয়ার’!

সুধাময় সরকার
২০ জানুয়ারি ২০২১, ১৮:২৪আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:০৬

নতুন আশার কথা, ধারাবাহিকভাবে অন্তর্জাল দখল করে আছে যেকোনও দেশীয় কনটেন্ট। এবং সেটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে পাওয়া। যেমন ক’দিন আগেও তুমুল হাততালি তুলে নিলো ওয়েব সিরিজ ‘তাকদীর’ টিম।

‘তাকদীর’-এর রেশ না কাটতেই এক সপ্তাহজুড়ে অন্তর্জালে সবকিছু ছাপিয়ে আলোচনায় আছে রায়হান রাফির ওয়েব ফিল্ম ‘জানোয়ার’। যার দৌলতে স্পটলাইটে আছেন এর অভিনেতা রাশেদ মামুন অপুও।

মুক্তির পর থেকে নেটিজেনদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে ৯০ মিনিট ব্যাপ্তির এই ছবিটি। ১৪ জানুয়ারি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটিক-এ মুক্তি পেয়েছে ছবিটি।

২০২১ সালের শুরুতেই এমন ওয়েব ফিল্ম পেয়ে বছরটিকে শোবিজ পাড়ার জন্য ইতিবাচক মনে করছেন দর্শক-সমালোচকরা। লাইভ টেকনোলজির ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেশনস।

ফেসবুকে পজিটিভ রিভিউ হলেও ঠিক কতটা সাড়া ফেলেছে ‘জানোয়ার’- এমনটা অনুসন্ধানের চেষ্টা করে বাংলা ট্রিবিউন। কারণ, সোশ্যাল মিডিয়ায় যতটুকু রটে বাস্তবে ততটা ঘটে না বলেও অভিযোগ রয়েছে।

তবে এক্ষেত্রে অনুসন্ধানে মিলেছে খানিক বিস্ময়কর চিত্র। জানা গেছে, এই ‘জানোয়ার’-এর সুবাদে প্রতিদিন গড়ে এক লাখ দর্শক সিনেমাটিক অ্যাপ-এ প্রবেশ করছেন! যেটা আশাতীত বলেই মনে করছেন ওটিটি সংশ্লিষ্টরা।

লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত বলেন, ‘‘১৪ জানুয়ারি থেকে আমরা ‘জানোয়ার’ উন্মুক্ত করি দর্শকদের জন্য। ১৮ জানুয়ারি পর্যন্ত সেটি দেখেছেন ৪ লাখ ২৪ হাজার ৯৬১ জন! যেটা এর আগে আমাদের আর কোনও কনটেন্টের বেলায় ঘটেনি। আমরা এখনও ২৪ ঘণ্টায় লাখের ওপর দর্শক ভিজিট করতে দেখছি অ্যাপটিতে।’’

এর কারণ হিসেবে সিনেমাটিক-এর এই পরিচালক মনে করেন, ভালো গল্প এবং অল্প খরচ, এই দুটোর সমন্বয় ঘটেছে এখানে।

‘জানোয়ার’ নির্মাতা রায়হান রাফি বললেন, ‘‘এই কাজটির মাধ্যমে একটি বিষয় প্রমাণ হলো, কনটেন্ট হিট হতে কিছুই লাগে না, গল্পের জোর থাকলেই হয়। ‘জানোয়ার’ মুক্তির পর দর্শকদের ভালোলাগা, পাগলামি দেখে আমরা অভিভূত। সবাই কাজটি এতটা পছন্দ করবেন, আশা করিনি।’’

গত বছর করোনার কারণে যখন লকডাউন চলছিল দেশব্যাপী, তখন ঢাকার অদূরে গাজীপুরে ঘটে যাওয়া খুন ও গণধর্ষণের একটি মর্মান্তিক ঘটনা ঘটে। একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা করা হয়। পরবর্তীতে জানা যায়, ওই পরিবারের ৩ জন নারী সদস্যকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল। সেই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে রায়হান রাফি নির্মাণ করেন এই ওয়েব ফিল্ম ‘জানোয়ার’।

এতে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, তাসকিন রহমান, ফরহাদ লিমন, জাহাঙ্গীর আলম, জামশেদ শামীম, আর এ রাহুল, এলিনা শাম্মী, মুনমুন আহমেদ, আরিয়া অরিত্র ও মাহফুজুর রহমান। প্রত্যেকের অভিনয়ই দর্শক-সমালোচকদের মন জয় করে নিয়েছে।

তবে এরমধ্যে নিজের জাতটা একটু আলাদা করে চেনালেন রাশেদ মামুন অপু। ঘুরে-ফিরে তার নামটাই উঠে আসছে দর্শকদের মুখে। কারণ, আগে অপুর পরিচিতি ছিল অনেকটা কমেডি ঘরানার। আর এবার সেটি উল্টে গেলো পুরোটাই। আরেকটি দৃশ্যে শিশুশিল্পী

অপু বলেন, ‘অভিনয় দিয়ে জীবনে তেমন কোনও অ্যাপ্রিসিয়েশন পাইনি। নীরবে নিভৃতে কাজ করে গিয়েছি। এমনকি কেউ কোনোদিন ডেকে এটুকুও বলেনি, কাজ করো, ভালো করবি! হতে পারে, আমি সেভাবে কোনও কাজ দেখাতে পারিনি। এবার দর্শক যেভাবে আমার প্রশংসা করছে, আমি সত্যিই আপ্লুত। এটা আমার নতুন জীবন। মানুষ যে এত পছন্দ করছে এরচেয়ে বড় পুরস্কার আর কিছু হতে পারে না।’

অপু কৃতজ্ঞতা প্রকাশ করেন ‘জানোয়ার’-এর পরিচালক, প্রোডাকশন হাউজ, অগুনতি দর্শকদের প্রতি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়