X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি ৮ সিনেমা

বিনোদন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২১, ১৮:০৪আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৮:৪৭

আজ (১৬ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ১৯তম এ আসরে দেখানো হবে ৮টি পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র।

এগুলোর মধ্যে আছে রফিকুল আনোয়ার রাসেলের ‘অ্যা মেন্ডোলিন ইন এক্সাইল’, সাদাত হোসেনের ‘গহীনের গান’, ফাখরুল আরেফীনের ‘গণ্ডি’, পারভেজ আমিনের ‘জোয়ার’, মৃত্তিকা গুণের ‘কালো মেঘের ভেলা’, আফজাল হোসেনের ‘সুবর্ণ রেখা’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও শেখ আল মামুনের ‘হোয়াই নট’। নয় দিনের এ আয়োজনে এবার বিশ্বের ৭৩টি দেশের ২২৫টি চলচ্চিত্র অংশ নিচ্ছে।

আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ জানায়, বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে। তবে উৎসবে এবারই প্রথম যুক্ত হচ্ছে ‘লিজেন্ডারি লিডারস হু চেঞ্জ দি ওয়ার্ল্ড’ ও ‘ট্রিবিউট’ নামে আরো দু’টি নতুন বিভাগ।

করোনার কারণে বিদেশি জুরি, নির্মাতারা উপস্থিত না থাকলেও দেশি চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীরা উপস্থিত থাকবেন।

আর এই উৎসবেই ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে দেখানো হবে দেশের মোট আটটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৭টায় চলচ্চিত্রগুলো দেখানো হবে।

এছাড়া আজ উৎসবের উদ্বোধনী ছবি ‘স্প্রিং ব্লোসম’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সুজান্না লিনডন। ২০২০ সালের কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ‘স্প্রিং ব্লোসম’।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!