X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভাইরাল বাবা-ছেলের গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২১, ১৬:১২আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১৭:২৯


একেবারেই ‘হোমমেড’ ভিডিও, বাবার পাশে ছোট্ট ছেলে বসে আছে। বাবাকে অনুকরণ করে গাওয়ার চেষ্টা করছে সে। এতে নেই ভিডিও সম্পাদনার কোনও কারিকুরিও। আর তাতেই একদিনে এটি দেখেছেন অর্ধ মিলিয়ন দর্শক!

নেই যে একেবারে তা নয়, বিশেষত্ব তো কিছু আছেই। আর তা হলো এখানে বাবা হচ্ছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আর পুত্র জায়ান ফারুক আয়াশ। দুজনে মিলে কণ্ঠে তুলেছেন পুরনো জনপ্রিয় গান ‘ওরে নীল দরিয়া’।

গত ৮ জানুয়ারি রাত সাড়ে ১১টায় অপূর্ব তার ফেসবুক পেজ থেকে এমনই একটি ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে লেখেন- ‘সবচেয়ে প্রিয় গান’। ১৫ ঘণ্টায় ভিডিওটির ভিউ দাঁড়িয়েছে সাড়ে পাঁচ লাখ।

প্রতিক্রিয়া জানিয়েছেন ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ। আর মন্তব্য এসেছে ২ হাজারটি। শুধু তা-ই নয়, গানটি শেয়ার হয়েছে দেড় হাজারেরও বেশি।

কাবেরি চ্যাটার্জি নামের এক ভারতীয় লিখেছেন, ‘কাকে ছেড়ে কাকে দেখি আর শুনি! এ গান যার গলাতেই শুনি অপূর্বর মতো এত ভাল আর কারোরটা লাগে না। শিখে নাও আয়াশ ভাইয়া।’

পিয়া লিখেছেন, ‘ছেলেরা সবসময় বাবাকে অনুকরণ করে। ভিডিওটাতেও সেটাই ফুটে উঠেছে। মাশাআল্লাহ।’

সমিতা বসক নামে আরও একজন লিখেছেন, ‘আমি একইসঙ্গে ছোট্ট অপূর্ব ও পরিণত অপূর্বের গান শুনলাম।’

ছেলেকে নিয়ে গান গাওয়া প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘‘ওরে নীল দরিয়া’ আমার মতো আয়াশেরও ভীষণ প্রিয়। অবসর সময়টা ছেলের সঙ্গে কাটাতেই বেশি পছন্দ করি। সেটাই ভিডিওতে ধারণ করা হয়েছে। সবার শুভ কামনা দেখে ভীষণ ভালো লাগছে।’’

উল্লেখ্য, আয়াশ হলো অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির সন্তান। ২০১১ সালে তারা বিয়ে করেছিলেন। গত বছর মাঝামাঝিতে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)