X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অনূর্ধ্ব-২১ দলের ১৮ খেলোয়াড়ই মূল দলে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২১, ১৭:৩৭আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১৭:৪৬

বিজয় দিবস হকিতে পাখির চোখ করেছেন নির্বাচকরা। এছাড়া তাদের হাতে ছিল আগের প্রতিযোগিতাগুলোয় পারফরম্যান্স করাদের তালিকা। সবকিছুর বিবেচনায় নিয়ে এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে আজ (শনিবার) ৩২ জনের প্রাথমিক ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডরেশন। এই দলে তরণ খেলোয়াড়দের আধিক্য। অনূর্ধ্ব-২১ দলের ১৮ খেলোয়াড়ের জায়গা হয়েছে প্রাথমিক দলে। তবে জায়গা হয়নি ২০১৮ সালে এশিয়ান গেমসে খেলা দুই অভিজ্ঞ- ইমরান হোসেন পিন্টু ও কামরুজ্জামান রানার।

আগামী ১০ জানুয়ারি থেকে জাতীয় দলের প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। সেদিন বিকেলেই মওলানা ভাসানি স্টেডিয়ামে কোচ মাহবুব হারুনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে খেলোয়াড়দের। পরের দিন অবশ্য সবার কোভিড-১৯ পরীক্ষা হবে। পরীক্ষায় নেগেটিভ খেলোয়াড়দের নিয়ে হবে আবাসিক অনুশীলন।

প্রাথমিক দল নিয়ে কোচ মাহবুব হারুন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নির্বাচকরা সবার পারফরম্যান্স বিবেচনা করে দল দিয়েছে। পারফরম্যান্সের বিচারে অভিজ্ঞদের পাশাপাশি অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড়দের জায়গা হয়েছে। এই দল নিয়েই আমাকে অনুশীলনে নামতে হবে। তবে প্রতিযোগিতা শুরুর আগেই আমি দল ১৮ জনে নিয়ে আসতে চাই।’

আগামী ১১ থেকে ১৯ মার্চ ঢাকার মওলানা ভাসানি স্টেডিয়ামে হবে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি। ছয় দলের প্রতিযোগিতায় ১১ মার্চ বাংলাদেশের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। এর আগে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জাপান ও ভারত। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে, ১২ মার্চ। পরের দিন জাপান, ১৫ মার্চ দক্ষিণ কোরিয়া ও ১৬ মার্চ পাকিস্তানের বিপক্ষে লড়বেন জিমি-শিতুলরা। এছাড়া ১৮ মার্চ স্থান নির্ধারণী ম্যাচ ছাড়াও হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল হবে ১৯ মার্চ।

হকির প্রাথমিক দল:

গোলকিপার: অসীম গোপ, আবু সাইদ নিপ্পন, বিপ্লব কুজুর ও নুরুজ্জামান নয়ন।

রক্ষণভাগ: আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ শিতুল, সোহানুর রহমান সবুজ, মেহেদি হাসান, রেজাউল করিম বাবু, মনোজ বাবু, শফিউল আলম শিশির, খোরশেদুর রহমান, সারোয়ার মোর্শেদ শাওন, খালেদ মাহমুদ রাকিন।

মাঝমাঠ: সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইমুদ্দিন, ফজলে হোসেন রাব্বী, হাসান যুবায়ের নিলয়, আবেদ উদ্দিন, রাজু আহমেদ তপু।

আক্রমণভাগ: রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, মইনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, রকিবুল হাসান, পুস্কর খীষা মিমো, রাজীব দাশ, মোহাম্মদ মহসিন, দেবাশিষ কুমার রায়।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা