X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দেড় যুগের ক্যারিয়ারে এই প্রথম গোলবিহীন জিমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ১৯:৫১আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৯:৫৬

জাতীয় হকি দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি রাসেল মাহমুদ জিমি। জাতীয় হকি দলের পোস্টার বয়। জিমি মাঠে থাকা মানেই গোল হবে, দল গোল পাবে। দেশের হকিতে এখনও অপ্রতিদ্বন্দ্বী অভিজ্ঞ এই স্ট্রাইকার। কিন্তু এবার ব্যতিক্রম ঘটেছে তার বেলাতে। তার অধিনায়কত্বে নৌবাহিনী বিজয় দিবস হকির শিরোপা জিতেছে, কিন্তু জিমির স্টিক থেকে আসেনি কোনও গোল! দেড় যুগের ক্যারিয়ারে বিভিন্ন প্রতিযোগিতা ও লিগ খেলেছেন, তবে এই প্রথম ঘরোয়া কোনও প্রতিযোগিতায় গোলবিহীন থেকে শেষ করতে হয়েছে তাকে। অবশ্য এজন্য জিমির কোনও আক্ষেপ নেই।

আক্ষেপ থাকবেই বা কী করে? জিমি এখন গোল করার চেয়ে করানোর দিকে মনোযোগী বেশি। তার দলের আশরাফুল-মাহবুবরা গোল করে দলকে জয় এনে দিয়েছেন। আর তার নেপথ্যে জিমির ভূমিকা কম নয়।

বাংলা ট্রিবিউনকে জিমি বলেছেন, ‘আমি সবসময় গোল পেয়ে আসছি। তবে কখনও গোলের জন্য খেলিনি। দল যেন জিতে, ভালো করে, সেই দিকে মনোযোগী ছিলাম। আগে যেমন গোল করেছি, করিয়েছি, এবার কিন্তু আমি করানোর দিকেই বেশি জোর দিয়েছিলাম। বলতে পারেন প্লে-মেকার হিসেবে খেলেছি। আমার পারফরম্যান্সে সতীর্থরা বেশ খুশি। এতেই আমার ভালো লেগেছে। আমি গোল না পেলেও অন্যরা তো পেয়েছে। তবে হ্যাঁ, এই প্রথম ক্যারিয়ারে ঘরোয়া প্রতিযোগিতায় গোল পেলাম না।’

২০০১ সাল থেকে হকির সঙ্গে যুক্ত জিমি। বাবা বিখ্যাত খেলোয়াড় প্রয়াত আব্দুর রাজ্জাক সোনা মিয়া। তার ছেলে হিসেবে ক্ষয়িষ্ণু হকিতে দাপিয়ে বেড়াচ্ছেন। দুই বছর আগে হওয়া লিগে গোল পেয়েছিলেন ২৬টি। এর আগের বার ৩৭টি।

এবার গোল না পেলেও তিনি খুশি, ‘প্লে-মেকার হিসেবে খেলেছি। অন্যদের দিয়ে গোল করিয়েছি। নিজে গোল না পাওয়াতে কোনও দুঃখ নেই। দল ভালো করছে। জিতেছে। ট্রফি জিতেছি। এতেই খুশি। আশা করছি, সামনের দিকে আরও ভালো করতে পারবো।’

আগামী বছরের মার্চে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি। সেখানে ভালো করার দিকে দৃষ্টি তার, ‘সামনে জাতীয় দলের খেলা আছে। সেখানে ভালো করতে চাই। দেশের জন্য কিছু করতে পারলে ভালো লাগবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক