X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ক্ষুব্ধ দর্শক, ‘নবাব’ আছে ‘এলএল.বি’ কই!

বিনোদন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২০, ১৬:৩৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১৮:০৩

শাকিব খান ও মাহিয়া মাহি
দেশ করোনা আক্রান্ত হওয়ার পর এবারই প্রথম মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ছবি ‘নবাব এলএল.বি’।

১৬ ডিসেম্বর রাত ৮টায় মুক্তি পাওয়া এ ছবির মান নিয়ে যতটা আলোচনা হচ্ছে, তার চেয়ে মুখর—কেন ছবিটি দেখতে বসে অর্ধেকেই ইতি টানা হলো! কেন ছবিতে নবাব আছে, এলএলবি বা আইনজীবী চরিত্রটি নেই?
এসব প্রশ্ন ওঠার কারণ, সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে আই থিয়েটার অ্যাপে মুক্তি পাওয়া এ ছবিটি কোনও ঘোষণা ছাড়াই এদিন ‘অর্ধেক’ দেখানো হয়েছে, যা অনেকে প্রতারণা বলে উল্লেখ করেছেন।
জানা গেছে, ছবির বাকি অংশ দেখা যাবে ১ জানুয়ারি! যা একই থিয়েটারে পূর্বের টিকিটেই দেখতে পারবেন দর্শকরা। এটিকেও অনেকে দায়িত্বহীন সিদ্ধান্ত বলে মনে করছেন।
আসলে বিষয়টি কী ঘটেছে জানতে চাওয়া হয়েছিল সিনেমাটির পরিচালক ও আই থিয়েটারের ব্যবস্থাপনা পরিচালক অনন্য মামুনের কাছে।
তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘‘প্রথমত বলতে চাই, ছবিটি শুধু ‘অর্ধেক’ বললে ভুল হবে। এটি একই গল্পের দুটি ভাগ। যেমনটি আমরা ‘বাহুবলী’ ছবিতে দেখেছিলাম। ‘বাহুবলী-১’ দেখার আগে কেউই জানতো না ছবিটির দ্বিতীয় খণ্ড আসবে। প্রথম খণ্ডে একটি গল্প দেখানো হয়। সেই গল্প ধরেই দ্বিতীয়টিতে ছবিটির এন্ডিং টানা হয়েছে। ঠিক তেমনি আমার ‘নবাব’ ছবি। এর প্রথম খণ্ডে শাকিব খান একজন ভবঘুরে ফোরটোয়েন্টি। দ্বিতীয় কিস্তিতে আসবেন আইনজীবী হিসেবে। এখন আমি আমার ব্যবসায়িক পলিসি কি আগে জানিয়ে দেবো? মোটেই নয়। আমরা একই টিকিটে ছবির সিক্যুয়েলও দেখাচ্ছি। যদি সিক্যুয়েলের জন্য আলাদা চার্জ করা হতো তাহলে সেটা প্রতারণা হতো।’’
অনন্য মামুনের মতে, ছবিটির সমালোচনা হচ্ছে আক্ষেপ থেকে। দ্বিতীয় খণ্ড দেখার আক্ষেপ। এটাকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। বরং এর মাধ্যমে দর্শক ও প্রযোজনা প্রতিষ্ঠান দু’পক্ষই উপকৃত হচ্ছে বলে মনে করেন তিনি।
‘আরেকটি বিষয়, ছবির দৈর্ঘ্য সাড়ে তিন ঘণ্টা। দেশের ইতিহাসে এত বড় ছবি কি অনলাইনে আগে মুক্তি দেওয়া হয়েছে? আমার মনে হয় না। গল্প ও ছবির দৈর্ঘ্য- এ দুটো কারণে এটিকে দুই কিস্তিতে ভাগ করা হয়েছে। সাড়ে তিন ঘণ্টা ছবি একটানা বসে দেখাটা দর্শকের জন্যও সহজ নয়। আর আমাদের যেহেতু গল্পের দুটি ভাগ, তাই এটি দুই কিস্তি করাটাই সঠিক সিদ্ধান্ত’—যোগ করলেন নির্মাতা অনন্য।

তবে এই বিষয়ে কিংবা এই ছবিটিকে ঘিরে শাকিব খানের সাম্প্রতিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গেছে, তিনি ব্যস্ত রয়েছেন নিজের নামে খোলা ইউটিউব চ্যানেলের প্রমোশন ও ব্র্যান্ডিং নিয়ে।
ছবির পোস্টার ও ডানে নির্মাতা অনন্য মামুন অন্যদিকে, ছবিটির গল্প বা নির্মাণ নিয়ে এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক বা সমালোচকদের পক্ষ থেকে নেতিবাচক কোনও রিভিউ আসেনি। এমনকি দর্শকরা প্রথম যে একটি নতুন অ্যাপে ছবিটি দেখেছেন, সেটি নিয়েও নেতিবাচক কোনও মন্তব্য পাওয়া যাচ্ছে না। তবে দর্শকদের অভিযোগ একটাই, পুরোটা না দেখিয়ে ছবিটি ভাগ করা হয়েছে বিনা নোটিশে।
সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এছাড়া অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ অনেকেই।
এটি শাকিব খানের প্রথম ছবি, যা সিনেমা হল বাদ দিয়ে সরাসরি মুক্তি পেয়েছে অ্যাপে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…