X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ওআইসি’র অ্যাওয়ার্ড পেলো বাংলাদেশের তিন ট্যুর অপারেটর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ২০:৩৫আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২০:৪৩

পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে বিজয়ী তিন ট্যুর অপারেটরের প্রতিনিধিরা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) অ্যাওয়ার্ড পেলো বাংলাদেশের তিনটি ট্যুর অপারেটর। পর্যটনের প্রচার ও বিকাশে অবদান রাখায় সফল ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানগুলো। সেই স্বীকৃতি দিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

প্রথম স্থান অধিকারী ট্যুরিজম ইউন্ডো পেয়েছে ৫ হাজার ডলার। দ্বিতীয় হওয়া এসেক্স ট্রাভেল অ্যান্ড কনসাল্টিংয়ে গেছে ৩ হাজার ডলার। তৃতীয় স্থান পাওয়া জার্নি প্লাসের কাছে এসেছে ২ হাজার ডলার।

জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান প্রাপ্ত অর্থ পুরস্কার ট্যুর গাইড প্রশিক্ষণের জন্য অনুদান দেবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিজয়ী ট্যুর অপারেটরগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, ‘ট্যুর অপারেটররা দেশের পর্যটন বিকাশে ব্যাপক ভূমিকা রাখছে। এ স্বীকৃতি তাদের আরও গতিশীল করবে।’

পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে বিজয়ী তিন ট্যুর অপারেটরের প্রতিনিধিসহ অতিথিরা প্রতিমন্ত্রীর কথায়, ‘মুসলিমবান্ধব পর্যটনের জন্য প্রয়োজনীয় সব উপাদানই বাংলাদেশে বিদ্যমান রয়েছে। বিশ্বে মুসলিমবান্ধব পর্যটন অন্যতম দ্রুত বর্ধনশীল। শুধু মুসলিম দেশেই নয়; অস্ট্রেলিয়া, তাইওয়ান, কোরিয়া, জাপান ও নিউজিল্যান্ডের মতো নন-মুসলিম দেশগুলোও মুসলিমবান্ধব পর্যটন পণ্য ও সেবার ওপর গুরুত্বারোপ করেছে।’

হোটেল ইন্টারকন্টিনেন্টালে পুরস্কার বিতরণীর আয়োজন করে ওআইসি’র অঙ্গ সংস্থা স্ট্যাটিস্টিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ ট্রেনিং সেন্টার ফর ইসলামিক কান্ট্রিজ। প্রতিষ্ঠানটির মহাপরিচালক নেবিল দাবুর অনুষ্ঠানে ছিলেন।

ওআইসি’র অ্যাওয়ার্ডের জন্য ট্যুর অপারেটরদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয় এ বছরের ২৪ জুলাই। গত ১১ সেপ্টেম্বর ছিল জমা দেওয়ার শেষ সময়।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!