X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

সরকার নারীর সমতাবিধান ও ক্ষমতায়নে কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ১৮:৫০আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:২৩

‘শি রকার্স মাই ইও ওমেন সামিট ও এসডিজি অ্যাওয়ার্ডস-২০১৯’ অনুষ্ঠানে অতিথীরা রাজধানীতে শুরু হয়েছে ‘শি রকার্স মাই ইও ওমেন সামিট ও এসডিজি অ্যাওয়ার্ডস-২০১৯’। হোটেল র‌্যাডিসন ব্লুতে দু’দিনের এই অনুষ্ঠান রবিবার (১০ মার্চ) উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ সরকার নারীর সমতাবিধান ও ক্ষমতায়নে কাজ করছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ‘লাইফ টাইম কন্ট্রিবিউশন ফর উইমেন অ্যাম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড-এ ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। এই পুরস্কার সেই কাজের স্বীকৃতি।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। ছাত্রীদের জন্য বৃত্তি, ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি, বিনিয়োগ ইত্যাদি বিষয়গুলো তুলে ধরেন। তিনি জানান, দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, সংসদে নারী প্রতিনিধিত্ব, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ বিভাগে রয়েছে নারী। তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকারে নারী প্রতিনিধিত্ব রয়েছে তিন ভাগের এক ভাগ। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও নারী সদস্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, উদ্যোক্তাদের বৈশ্বিক সংগঠন ‘ইও’ (ইওর অর্গানাইজেশন)। এর বৈশ্বিক নাম ‘ইও গ্লোবাল’। বাংলাদেশ এর সদস্য হয়েছে ২০১৬ সালে। বাংলাদেশে ‘ইও বাংলাদেশ চ্যাপ্টার’ নামে পরিচিত এই সংগঠনটি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইও বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফারজানা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইও গ্লোবাল চেয়ার রোজমেরি অ্যান্ড্রেস। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইও গ্লোবাল এসডিজি বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে।’ তিনি জানান, এটি উদ্যোক্তাদের একটা বৈশ্বিক প্ল্যাটফরম। বিশ্বকে নতুন কিছু দিতেই সবাই একত্র হয়েছে। এটি একটি শুভ উদ্যোগ বলে তিনি মনে করেন। বাংলাদেশ থেকেই অ্যাওয়ার্ড দেওয়া শুরু হচ্ছে বলে তিনি জানান।

প্রথম দিনের অনুষ্ঠানে রয়েছে– দুটি প্যানেল ডিসকাশন ও অ্যাওয়ার্ড নাইট।

ইও বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফারজানা চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্বের ৫২টি দেশে রয়েছে ইও। আমাদের লক্ষ্য হলো ২০৩০ সাল। ওই সময়ে এসডিজি বাস্তবায়নে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সে অনুযায়ী আমরা কাজ করছি।’ তিনি জানান, এই সম্মেলনের বিভিন্ন প্যানেল আলোচনায় যেসব সুপারিশমালা পাওয়া যাবে তা প্রতিবেদন আকারে সরকারকে দেওয়া হবে। তিনি মনে করেন, এসব সুপারিশ এসডিজি বাস্তবায়নে পলিসি তৈরি করতে সহায়ক হবে।

তিনি বলেন, ‘ইও হলো উদ্যোক্তাদের জন্য বড় প্ল্যাটফরম। এখানে তারা আইডিয়া, নলেজ, ভিউজ শেয়ার করতে পারছেন। এর মাধ্যমে তারা পেশা ও প্রাতিষ্ঠানিকভাবে উন্নতি করার সুযোগ পাবেন।’

তিনি আরও বলেন, ‘নারীর ক্ষমতায়ন বৃদ্ধি ও স্বাবলম্বী করার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ইও নারী উন্নয়নে একটি নির্ভরযোগ্য সংস্থা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করছে।’

 

 

/এইচএএইচ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ বিটিভিতে
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ বিটিভিতে
ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেয়াল টপকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করা সময় একজন আটক
দেয়াল টপকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করা সময় একজন আটক
পুঠিয়া পুরানো পৌরসভা ভবনে আগুন, পুড়েছে টিসিবির পণ্য
পুঠিয়া পুরানো পৌরসভা ভবনে আগুন, পুড়েছে টিসিবির পণ্য
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো