X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

করপোরেট সিমেও লাগবে অনুমোদিত ব্যক্তির আঙুলের ছাপ

বাংলা ট্রিবিউন ‍রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৫

বায়োমেট্রিক পদ্ধতি

করপোরেট সিম তোলা, প্রতিস্থাপন, হস্তান্তর ও নিষ্ক্রিয়করণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বা অনুমোদিত ব্যক্তির আঙুলের ছাপ বাধ্যতামূলক করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

বুধবার (৬ ফেব্রুয়ারি) বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে এ বিষয়ক নির্দেশনা মোবাইল অপারেটরগুলোর কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বিদ্যমান করপোরেট সিমগুলোর ক্ষেত্রে এ নির্দেশনা তিন মাসের মধ্যে পালন করতে বলেছে বিটিআরসি।

নির্দেশনায় বলা হয়, ‘এসব সিম ভিওআইপি প্রযুক্তি ব্যবহার করে অবৈধ কল টার্মিনেশন করার কাজেও ব্যবহার হচ্ছে। ফলে সরকার এ খাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব হতে বঞ্চিত হচ্ছে। এ ধরনের ঘটনায় অসাধু রিটেইলার, ডিস্ট্রিবিউটরের পাশপাশি মোবাইল অপারেটরদের প্রতিনিধির সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।

নির্দেশনায় আরও বলা হয়,‘বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে গ্রাহক নিবন্ধন কার্যক্রম চালু করা হলেও করপোরেট গ্রাহক এবং মোবাইল অপারেটরদের কথা চিন্তা করে শুধু প্রতি প্রতিষ্ঠানের একজন অনুমোদিত ব্যক্তির লিখিত অনুমোদন সাপেক্ষে নতুন সিম উত্তোলন এবং প্রতিস্থাপন করার ব্যবস্থা রাখা হয়েছিল। সে অনুযায়ী সংশ্লিষ্ট সবার অধিকতর দায়িত্বশীল আচরণ কাম্য ছিল। সময়ে সময়ে এ সব জালিয়াতির বিষয়ে সংশ্লিষ্ট সব মোবাইল অপরারেটরকেই মৌখিকভাবে অবহিত করে এ বিষয়ে অধিক যত্নবান হওয়ার জন্য কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবুও শুধুমাত্র কোম্পানির ব্যবসায়িক মুনাফাকে ধর্তব্যে নিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা তথা অপরাধমূলক কার্যক্রমের সহায়তা করার মতো কর্মকাণ্ডে মোবাইল অপারেটরদের কিছু সংখ্যক প্রতিনিধির সংশ্লিষ্টতা অনভিপ্রেত। এ ধরনের বিশৃঙ্খল অবস্থা নিরসনে কমিশন বদ্ধ পরিকর।

নির্দেশনায় বলা হয়েছে, ‘এখন হতে করপোরেট গ্রাহকদের কোনও প্রতিষ্ঠানের অনুকূলে সিম বিক্রয়ের ক্ষেত্রে কমিশনের নির্ধারিত ফরম (২০১৯১০০০) নির্দেশনা প্রতিপালন করতে হবে। ওই ফরমে উল্লেখিত ধাপ অনুসরণ করে সব প্রয়োজনীয় কাগজপত্র কমিশনে সশরীরে উপস্থিত হয়ে অনুমোদন গ্রহণ করতে হবে।’

‘উল্লিখিত ফরম অনুযায়ী জমাদানকৃত আবেদন কেবলমাত্র কমিশনের অনুমোদনের পরই অনুমোদিত ব্যক্তির বায়োমেট্রিকস ভেরিফিকেশন সম্পন্ন করা সাপেক্ষে অনুমোদিত সিমগুলো নির্দেশনা অনুযায়ী বাল্ক নিবন্ধন করে ওই প্রতিষ্ঠানকে হস্তান্তর করতে হবে।’

‘সব বিদ্যমান করপোরেট গ্রাহকদের ক্ষেত্রে এম পদ্ধতি অনুসরণ করে নমুনা ফরম অনুসারে প্রয়োজনীয় তথ্য আগামী তিন মাসের মধ্যে কমিশন বরাবর পর্যায়ক্রমে পাঠাতে হবে। কমিশন অগ্রাধিকার ভিত্তিতে এসব কার্যক্রম সম্পন্ন করবে। কোনক্রমেই করপোরেট গ্রাহক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করতে কমিশন তৎপর থাকবে।’

নির্দেশনায় আরও বলা হয়, ‘করপোরেট সিম উত্তোলন, প্রতিস্থাপন, হস্তান্তর এবং নিস্ক্রিয়করণের ক্ষেত্রে অনুমোদিত ব্যক্তির আঙুলের ছাপ বাধ্যতামূলক করা হলো ।’

তবে সঙ্গত কারণে সশস্ত্র বাহিনী, আইন-শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা ওই নির্দেশনার আওতামুক্ত থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

/এইচএএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই হত্যার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ: জামায়াত আমির
জুলাই হত্যার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ: জামায়াত আমির
ফিলিস্তিনে গণহত্যাকারীদের একটি পক্ষ পুঁজিবাদী: অধ্যাপক সিরাজুল ইসলাম
ফিলিস্তিনে গণহত্যাকারীদের একটি পক্ষ পুঁজিবাদী: অধ্যাপক সিরাজুল ইসলাম
কাঁচা আম খাওয়ার ৮ উপকারিতা
কাঁচা আম খাওয়ার ৮ উপকারিতা
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থির পৃথক বর্ধিত সভা
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থির পৃথক বর্ধিত সভা
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল