X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

দেশে ইন্টারনেট ব্যবহারে নারী পুরুষের বৈষম্য সবচেয়ে বেশি

টেক রিপোর্ট
০২ অক্টোবর ২০১৮, ১৮:২২আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৮:২৯

  অনুষ্ঠানের অতিথিরা আফটারঅ্যাকসেস সমীক্ষায় বাংলাদেশে মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার এবং প্রাপ্যতা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। মঙ্গলবার (২ অক্টোবর) ঢাকার একটি হোটেলে এ তথ্য প্রকাশ করে আইসিটি পলিসি ‘থিংক ট্যাংক’ লার্নএশিয়া।   

প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ২০১৭ সালের শেষ নাগাদ ১৫ থেকে ৬৫ বছর বয়সী মাত্র ১৩ শতাংশ বাংলাদেশি নাগরিক ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। যদিও এই বয়সের মানুষদের ৪৫ শতাংশেরই কমপক্ষে একটি ইন্টারনেটবান্ধব ডিভাইস (স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ ইত্যাদি) রয়েছে। তবে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারে নারী-পুরুষের বৈষম্য সবচেয়ে বেশি।

গ্লোবাল সাউথে (উন্নয়নশীল রাষ্ট্রে) মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার ও প্রাপ্যতা বিষয়ে আফটারঅ্যাকসেস গবেষণার অংশ হিসেবে এ তথ্যগুলো উঠে এসেছে।  

মোবাইল ফোন ও ইন্টারনেট সর্বব্যাপী হয়ে উঠছে। মোবাইল ফোন ব্যবহারকারী এবং এর ব্যবহার বিষয়ে তথ্য সরকার এবং সিদ্ধান্ত প্রণেতাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে- বলেন এশিয়া বিভাগের প্রধান গবেষক ও লার্নএশিয়ার প্রধান নির্বাহী হিলানি গালপায়া। তিনি বলেন, এ বিষয়ে তথ্য এখনও অপ্রতুল। এ গবেষণায় বাংলাদেশের ৪০টি জেলার ১০০টি ওয়ার্ড ও গ্রামে ২ হাজার পরিবার ও ব্যক্তির উপর সমীক্ষা চালানো হয়েছে।

বাংলাদেশসহ আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার ১৮টি দেশে একই গবেষণা পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এর ফলে প্রাপ্ত তথ্যগুলো নিঃসন্দেহে গ্লোবাল সাউথে (উন্নয়নশীল রাষ্ট্রগুলোর) মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারের সবচেয়ে নির্ভুল ও বিস্তারিত তথ্যের ডেটাবেজ। ৩৮ হাজার ৫ জন ব্যক্তি ও পরিবারের মুখোমুখি সাক্ষাৎকার এবং সাক্ষাতকার প্রদানকারীদের নারী-পুরুষের সংখ্যাগত বিভাজন, গ্রামীণ বা শহর এলাকার বাসিন্দা কিনা এবং বয়সসহ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে তথ্যগুলো সন্নিবেশ করা হয়েছে।          

লার্নএশিয়ার সিনিয়র পলিসি ফেলো আবু সাঈদ খান বলেন, এই গবেষণা প্রতিবেদনটি টেলিকম খাতের মূল বিষয়গুলো তুলে ধরেছে এবং এতে মোবাইল ফোন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের যে বৈষম্য রয়েছে সেই চিত্রটি ফুটে উঠেছে।

বলছেন আবু সাঈদ খান

১৫ থেকে ৬৫ বছর বয়সের যেসব বাংলাদেশি ইন্টারনেট ব্যবহার করেন না তারা এর কারণ হিসেবে জানিয়েছেন, ইন্টারনেট কী সে সম্পর্কে তাদের কোনও ধারণা নেই। এই তথ্য প্রমাণ করে, বাংলাদেশের জনসাধারণের মধ্যে ইন্টারনেট এবং এর ব্যবহার সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টির প্রয়োজন।

প্রতিবেদনে বাংলাদেশ বিষয়ে উল্লেখযোগ্য তথ্য:

বাংলাদেশে শহর ও গ্রামের মোবাইল ফোনের মালিকানার ব্যবধান (৭ শতাংশ) এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার যে দেশগুলোতে জরিপ চালানো হয়েছে তার মধ্যে সবচেয়ে কম।  

গ্রামাঞ্চলে বাস করা ১৫ থেকে ৬৫ বছর বয়সি মানুষ শহরের একই বয়সের মানুষের চেয়ে ৪২ শতাংশ কম ইন্টারনেট ব্যবহার করে।

যতগুলো দেশে সমীক্ষা চালানো হয়েছে তার মধ্যে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারে নারী-পুরুষের বৈষম্য সবচেয়ে বেশি। ১৫ থেকে ৬৫ বয়সের পুরুষদের তুলনায় একই বয়সের ৩৪ শতাংশ কম নারীর নিজস্ব মোবাইল ফোন আছে এবং ৬২ শতাংশ কম নারী ইন্টারনেট ব্যবহার করে।

যতগুলো দেশে সমীক্ষা চালানো হয়েছে তার মধ্যে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং ব্যবহারের হার সবচেয়ে বেশি। এই বয়সিদের ২৭ শতাংশই মোবাইল ব্যাংকিং সেবা নিচ্ছে।

১৫ থেকে ৬৫ বছর বয়সের ইন্টারনেট ব্যবহারকারীদের এক-চতুর্থাংশেরও কম অনলাইনে পণ্য কেনা-বেচার প্ল্যাটফরম ব্যবহার করে।

দক্ষতার অভাব এ ক্ষেত্রে প্রধান সমস্যা, পণ্য কেনা-বেচার প্ল্যাটফরম সম্পর্কে জানা আছে কিন্তু ব্যবহার করছেন না এমন ব্যক্তির ৫৯ শতাংশই বলেন, এটি ব্যবহার পদ্ধতি তাদের জানা নেই।

 

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিজিআর স্প্রে করার পর লিচুতে ছত্রাক! 
পিজিআর স্প্রে করার পর লিচুতে ছত্রাক! 
সাবেক সংসদ সদস্য সালেহা খানমের ইন্তেকাল
সাবেক সংসদ সদস্য সালেহা খানমের ইন্তেকাল
ইন্দোনেশিয়া: মুখ থুবড়ে পড়ছে ‘ফ্রি স্কুল মিল’ কর্মসূচি
ইন্দোনেশিয়া: মুখ থুবড়ে পড়ছে ‘ফ্রি স্কুল মিল’ কর্মসূচি
হাসপাতালের শৌচাগারে পলিথিনে নবজাতকের মরদেহ
হাসপাতালের শৌচাগারে পলিথিনে নবজাতকের মরদেহ
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য